Bangla News Dunia, Pallab : বিজেপিকে জেতাতে বরাবর ব্যাট করে আরএসএস (RSS)। চালিয়ে খেলে নির্বাচন ঘনিয়ে এলেই। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির পরে এবার বিহারের বিধানসভা ভোটে (Bihar Assembly Polls) বিজেপি তথা এনডিএ-র জয় সুনিশ্চিত করতে আরএসএস একেবারে টি-টোয়েন্টির মেজাজে। সাম্প্রতিক খবর, এবার বিহার সফরে যাবেন সরংঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat)।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা
আগামী বৃহস্পতিবার বিহারে যাচ্ছেন ভাগবত। সুপৌল জেলায় সরস্বতী বিদ্যামন্দিরের নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিধানসভা ভোটের আগে তাঁর এই সফরে নীতীশ কুমারের রাজ্যে জল্পনায় ইন্ধন জুগিয়েছে।
বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আগামী অক্টোবর-নভেম্বর মাসে। বিজেপির মতে, প্রস্তুতির অঙ্গ হিসাবে তিনটি বিষয়ে জোর দেওয়ার নীতি নিয়েছে আরএসএস। প্রথমত, অনিচ্ছুক ভোটারদের চিহ্নিত করা। দ্বিতীয়ত, কোন বিষয়গুলিকে ভোটের প্রচারে গুরুত্ব দেওয়া হবে তা ঠিক করা। তৃতীয়ত, এমন ঘটনা বা বিষয় খুঁজে বের করা, যেগুলি বিজেপির পক্ষে বা বিপক্ষে যেতে পারে।
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
উল্লিখিত তিনটি বিষয় নিয়ে সংঘকর্মীদের জনমত সমীক্ষায় নামতে বলা হয়েছে। এই জনমত সমীক্ষার অন্যতম লক্ষ্য হল, বিহারে এনডিএ-র যে বিধায়করা ক্ষমতায় রয়েছেন, তাঁদের মধ্যে কাদের বিরুদ্ধে জনতার অসন্তোষ রয়েছে, তা শনাক্ত করা। যে সমীক্ষার ভিত্তিতে পরবর্তী ধাপে ওই নেতাদের টিকিট দেওয়া না দেওয়া চূড়ান্ত করা হবে। তবে মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে ইতিমধ্যে অবস্থান চূড়ান্ত করেছে বিজেপি। জানানো হয়েছে, এনডিএ ক্ষমতায় প্রত্যাবর্তন করলে জেডিইউ প্রধান নীতীশই আবার সরকারের শীর্ষপদে বসবেন।
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !