Bangla News Dunia, দীনেশ :- ২০২১-র ভোট-পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। বুধবার এই মামলায় হাইকোর্টে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ মোট ১৮ জনের। চার্জশিট জমা পড়তেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন:- রেলের নতুন সুপারঅ্যাপ RailOne ডাউনলোড করলে পাবেন টিকিটে ছাড়, কীভাবে ডাউনলোড করবেন, জানুন এখনই।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া রাজনৈতিক হিংসায় প্রাণ হারান বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ওই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে দেয় কলকাতা হাইকোর্ট। এর আগে সিবিআই প্রথমে একটি চার্জশিট জমা দিয়েছিল। এদিন সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় আদালতে। নতুন করে পাওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এদিনের চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল ও দুই কাউন্সিলর পাপিয়া ঘোষ, স্বপন সমাদ্দার সহ আরও ১৫ জনের। সব মিলিয়ে অভিযুক্তের সংখ্যা ১৮।
আরও পড়ুন:- বাজারে ছেয়ে গিয়েছে ভেজাল রসুন, কীভাবে চিনবেন কোনটা খাঁটি? এক ক্লিকে জেনে নিন
এদিনের চার্জিশিট প্রসঙ্গে বিজেপির দাবি, “তৃণমূল সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরীহ কর্মীদের উপরে হামলা চালিয়েছিল। এখন একে একে সব সত্যি বেরিয়ে আসছে।” যদিও তৃণমূলের দাবি গোটা ঘটনাই রাজনৈতিক ষড়যন্ত্র। শাসক দলের দাবি, “২০২১-র হিংসা নিয়ে বিজেপি শুরু থেকেই মিথ্যা প্রচার চালাচ্ছে। সিবিআইকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত করানো হচ্ছে। আদালতে আমরা উপযুক্ত জবাব দেব।”
আরও পড়ুন:- বাড়ি বাড়ি ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে SBI. কারা এই সুবিধা পাবেন ? জেনে নিন