Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কন্ট্র্যাক্টরদের কাজ দেওয়ার ক্ষেত্রে ভেদাভেদ করছেন কাজল শেখ ৷ আর এই অভিযোগে একমাসের মধ্যে জেলা পরিষদের অফিস ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বীরভূমে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে ৷ যার জবাব দিতে গিয়ে বেলাগাম বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের কাজল শেখ ৷ বিজেপি নেতাকে ‘কুকুরের বাচ্চা’ বলে নিশানা করলেন তিনি ৷
আর শাসক ও বিরোধী শিবিরের দুই নেতার এই উত্তপ্ত বাক্য বিনিময়ে সরগরম বীরভূম জেলার রাজনীতি ৷ উল্লেখ্য, এ দিন জেলাশাসক দফতরের বাইরে বিক্ষোভ দেখানো ও ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির ৷ যার নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ৷ সেখানে একের পর এক বেলাগাম মন্তব্য করার অভিযোগ ওঠে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে ৷
আর বিজেপি নেতার মন্তব্যের পাল্টা জবাবে তাঁকে ‘কুকুরের বাচ্চা’ বলে হুঁশিয়ারি দিলেন কাজল শেখ ৷ তিনি বলেন, “বিজেপির এক নেতা, নেতা বলব না, দালাল ৷ দালালি করেই জীবিকা নির্বাহ করেন ৷ উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ভেঙে গুঁড়িয়ে দেবেন ৷ এটা কি ওঁর বাবার সম্পত্তি ? সরকারি সম্পত্তি ৷ একমাস কেন, আমি আরও তিনবছর আছি ৷ যেকোনও একদিন আসুন ৷ ভাঙা তো দূরের কথা জেলা পরিষদের অফিসে পা দিয়ে দেখান, একটা ইঁট সরিয়ে দেখান ৷ তবেই বলব আপনি বাপের বেটা ৷ না-হলে আপনাকে মানুষের বাচ্চা বলব না ৷ ‘কুকুরের বাচ্চা’ বলব ৷ কুকুরের মতো ঘেউ-ঘেউ করে বেরাবেন ৷”
উল্লেখ্য, সিউড়িতে বীরভূমের জেলাশাসক বিধান রায়কে চাকরি চুরি-সহ একাধিক ইস্যুতে ডেপুটেশন দিতে গিয়েছিল বিজেপি ৷ সেই মঞ্চে বিজেপির রাজ্যের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যও ছিলেন ৷ তাঁর সামনেই নানা বিতর্কিত মন্তব্য করেন ধ্রুব সাহা ৷
বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা ৷
তিনি বলেন, “আমরা মনে করলে অফিসের দরজা ভেঙে দিয়ে ডিএম সাহেবের চেয়ারে বসতে পারতাম ৷ ডিএম সাহেব আপনাকে সজাগ করতে এই ডেপুটেশন ৷ জেলা পরিষদটাকে চুরি করার আখড়া বানিয়েছেন । এই জেলা পরিষদের বখরা নিয়ে বেছে-বেছে সংখ্যালঘু কন্ট্র্যাক্টরদের কাজ দেওয়া হয় ৷”
এরপরেই কাজল শেখকে নিশানা করেন বিজেপির জেলা সভাপতি ৷ তিনি বলেন, “এক মাসের মধ্যে জেলা পরিষদের অফিস ভাঙচুর করব, কথা দিয়ে গেলাম ৷ ভাইজান (কাজল শেখ) বদলে যান, না-হলে নানুর থেকে বেরতে দেব না ৷ নানুরের রাস্তায় ব্যারিকেড করে দেব ৷”
আরও পড়ুন:- পরমাণু বোমা নিয়ে মিথ্যা তথ্য,পাকিস্তানের ঢোল ফেটে গেল। জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:- এবার ChatGPT-তেই হবে শপিং! কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন