বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা স্টারলিং-র, Jio-Airtel-কে ১০ গোল Elon Musk-র

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। শহর হোক বা গ্রাম, ডিজিটাল পরিষেবা থেকে শিক্ষা, স্বাস্থ্য বা ব্যবসা—সব কিছুরই ভিত্তি এখন ইন্টারনেট। এই প্রয়োজনকে সামনে রেখেই ইলন মাস্কের SpaceX-এর প্রকল্প Starlink এবার ভারতে পা রাখছে। শুধু পা রাখাই নয়, স্টারলিঙ্ক এমন এক অফার নিয়ে এসেছে যা গোটা ভারতবাসীর নজর কেড়ে নিয়েছে। সময় সাপেক্ষে ফ্রী ইন্টারনেট পরিষেবা দেবে ইলন মাস্কের কোম্পানি।

আরও পড়ুন : ট্রেনে তত্‍কাল টিকিট কাটার নিয়মে কিন্তু বদল ঘটেছে, কিভাবে টিকিট বুকিং করবেন ?

কী এই Starlink?

কমবেশি সকলে জানি, Starlink হল ইলন মাস্কের সংস্থা SpaceX-এর একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। পৃথিবীর নিম্ন কক্ষপথে (Low Earth Orbit) প্রায় ৫ হাজারেরও বেশি ছোট ছোট কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়াই এর লক্ষ্য।

যেখানে মোবাইল টাওয়ার বা ব্রডব্যান্ডের কভারেজ পৌঁছায় না, সেখানেও Starlink কার্যকরভাবে ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম হবে।

ভারতে Starlink-এর পথ চলা শুরু

গত ২০২২ সাল থেকেই ভারতে প্রবেশের জন্য আবেদন করেছিল Starlink কোম্পানি। কিন্তু বিভিন্ন নীতিগত ও নিরাপত্তা সংক্রান্ত কারণে সে সময় এর ছাড়পত্র মেলেনি। অবশেষে ২০২৫ সালের জুন মাসে ভারত সরকার স্টারলিঙ্ক-কে গ্রিন সিগন্যাল দিয়েছে। শুধু এই কোম্পানি নয়, ইতিমধ্যে ইউটেলস্যাটস ওয়ানওয়েব ও রিলায়েন্স জিও-ও একইরকম স্যাটেলাইট পরিষেবার অনুমতি পেয়েছে।

অনেকে মনে করেন ভারতের মতো জনবহুল ও বৈচিত্র্যময় দেশে এই ধরনের স্যাটেলাইট পরিষেবা বিশেষ গুরুত্বপূর্ণ। গ্রামীণ ও পাহাড়ি এলাকায় যেখানে এখনও ব্রডব্যান্ড পৌঁছায়নি, সেখানে Starlink নতুন দিগন্ত খুলে দিতে চলেছে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন