বিয়ের পোশাকে ম্যারাথনে দৌড়লেন মহিলা, কিন্তু কেন ? জেনে নিন করুণ কাহিনি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একে গরম। তারমধ্যে বিয়ের পোশাক পরে ছোটা মুখের কথা নয়। বিয়ের পোশাকে থাকা মহিলাদের পক্ষে হাঁটাও কঠিন হয়। সব সামলে হাঁটতে বেগ পেতে হয় তাঁদের। সেখানে বিয়ের পোশাক পরে দৌড়! সেটাই কিন্তু করলেন এক মহিলা। তাও আবার এক মুখ উজ্জ্বল হাসিতে শেষ করলেন দৌড়।

মোট ৩৭ কিলোমিটার পথ ছোটার ম্যারাথন ছিল। যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ছোটেন ওই মহিলা। তবে মাঝে একবারই থামেন। দৌড়ের সমাপ্তি রেখার প্রায় ৫ কিলোমিটার আগে তিনি বিয়ের পোশাক পরার জন্য একবার থামেন।

আরও পড়ুন:- হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

তারপর বাকিটা বিয়ের সাদা গাউনটা পরেই ছোটেন। আপাত দৃষ্টিতে বেশ নজর কাড়া একটা ব্যাপার হলেও এর পিছনে রয়েছে এক করুণ কাহিনি।

লরা কোলম্যান-ডে নামে ওই মহিলা স্বামীকে হারিয়েছেন ১ বছর আগে। স্বামী চলে যান রক্তের ক্যানসারে আক্রান্ত হয়ে। স্বামী চলে যাওয়ার পর লরা গত ১ বছরে ১৩টি এমন ম্যারাথনে ছুটেছেন। স্বামীর স্মৃতিতেই তাঁর এই ম্যারাথনে অংশগ্রহণ।

সেই সঙ্গে লরা রক্তের ক্যানসারে আক্রান্তদের জন্য একটি অর্থ সংগ্রহের আয়োজনের সঙ্গে যুক্ত। এই ছুট তারও একটি অংশ। তাঁর স্বামীর সঙ্গে যা ঘটেছে অন্য লিউকেমিয়া রোগীদের সেই পরিণতি থেকে রক্ষা করতে লরার এই প্রয়াস চলছে।

ম্যারাথনে তাঁর বিয়ের পোশাক পরে ছোটাটা তাঁর স্বামীর স্মৃতিচারণের সঙ্গে তাঁর মনের কোণায় লুকিয়ে থাকা এক স্পর্শকাতর স্মৃতিকে বারবার জাগিয়ে তোলে। কোলম্যান হয়তো বিয়ের পোশাকের মধ্যে দিয়ে এভাবেই ফিরে পেতে চান তাঁর স্বামীকে।

আরও পড়ুন:- সেদ্ধ না অমলেট, কোন ডিমে বেশি উপকার? জেনে রাখুন

আরও পড়ুন:- ১ মে থেকে মোবাইলের দাম কমছে অনেকটা। দেখে নিন বাজেটের মধ্যে সেরা মোবাইলের তালিকা

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন