Bangla News Dunia, দীনেশ :- দীর্ঘদিন ধরেই অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন বাড়ার জন্য অপেক্ষা করছিলো। আর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। হ্যাঁ, রাজ্য সরকারের তরফ থেকে বিরাট সুখবর আসলো। পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA Hike) এবার ৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, এই বর্ধিত ডিএ জুন মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে বলে জানানো হবে।
তাই এই ঘোষণা করা হয়েছে সরকারি আদেশ নম্বর ১৫৬-এফ এর ভিত্তিতে। আর গত ৪ই জুন, ২০২৫ এই নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারি এক সূত্রে জানা গেল যে, এই সিদ্ধান্ত ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। অর্থাৎ, বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।
আরও পড়ুন:- চাকরিহারা গ্রুপ-সি ও ডি দের বাড়িতে বসে বসে বেতন? হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য
নতুন হারে কতটা ডিএ মিলবে?
সূত্রের খবর, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পেনশনভোগীরা এতদিন ধরে ২৪৬% হারে ডিএ পেত। আর এখন তা বাড়িয়ে ২৫২% করা হয়েছে। পাশাপাশি সপ্তম বেতন কমিশনের আওতায় পেনশনভোগীরা এতদিন ৫৩% হারে ডিএ পেতেন। এখন তারা পাবেন ৫৫% হারে ডিএ। বলে রাখি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও এখন ৫৬% হারে ডিএ পাচ্ছে।
আসলে সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের ডিএ তাদের বেতনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। কারণ বাজারের ওঠানামা, মূল্য বৃদ্ধি, এইসব সামলাতে ডিএ’র গুরুত্ব অপরিসীম। তাই ডিএ বৃদ্ধি মানে তাদের জন্য কিছুটা আর্থিক সুরহা, তা বলার অপেক্ষা রাখেনা।
আরও পড়ুন:- বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন ধোনি, এর আগে মাত্র ১০ ভারতীয় পেয়েছেন এই সম্মান
অষ্টম বেতন কমিশন নিয়ে কী আপডেট?
একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এসেছে সুখবর। জানা যাচ্ছে, জানুয়ারি মাসেই কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশপত্র দিতে পারে। এর ফলে আগামী দিনে বেতন কাঠামোতে বিরাট পরিবর্তন আসবে, তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র কেন্দ্র নয়, বরং তার প্রভাব পড়বে রাজ্যের সরকারি কর্মচারীদের উপরেও।
তবে জানিয়ে রাখি, এই ডিএ বৃদ্ধির ঘোষণা এসেছে জম্মু-কাশ্মীর রাজ্য সরকারের তরফ থেকে। হ্যাঁ, এই রাজ্যের পেনশনভোগীদের জন্য যে আর্থিক সহায়তা এবং নয়া হারে ডিএ ঘোষণা করা হয়েছে, তা নিঃসন্দেহে তাদের জন্য অনেকটাই আর্থিক স্বস্তি।
আরও পড়ুন:- কেন্দ্রে মোদি সরকারের 11 বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন দিকে আলোকপাত করলেন প্রধানমন্ত্রী।