ব্যাঙ্কের চাকরি ছেড়ে কোটি টাকার গাড়িতে বাড়ি বাড়ি দুধ বিলি করেন এই ব্যক্তি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ব্যাঙ্কে চাকরি পাওয়াটাই এখন যে কোনও চাকরিপ্রার্থীর জন্য স্বপ্ন হাতে পাওয়ার মত। সেই ব্যাঙ্কের নিশ্চিন্ত চাকরি তাঁর ভাল লাগেনি। সে চাকরি পেয়েও কিছুদিন করে ছেড়ে দেন। ব্যাঙ্কের এমন মোটা মাইনের নিশ্চিন্ত চাকরি হেলায় ছেড়ে দেওয়ার পিছনে ছিল তাঁর গাড়ি থেকে মোটরবাইকের প্রতি আকর্ষণ।

এই ধরনের যানের সংস্পর্শে থাকতে পছন্দ করেন তিনি। যা ব্যাঙ্কের চাকরি সামলে হয়ে উঠছিল না। তাই চাকরিতে ইতি টেনে তিনি প্রথমে একটি হার্লে ডেভিডসন বাইক কেনেন।

তাঁর পারিবারিক পেশা বাড়ি বাড়ি দুধ বিলি করা। সেই পেশায় যুক্ত হয়ে যান। তারপর ওই হার্লে ডেভিডসনে চেপে তিনি বাড়ি বাড়ি দুধ বিলি করা শুরু করেন।

যদিও কেবল হার্লে ডেভিডসনে তাঁর মন ভরেনি। তিনি এরপর একটি ১ কোটি টাকার অডি গাড়ি কেনেন। দুধ সাদা গাড়িটি অচিরেই হয়ে ওঠে তাঁর দুধ বিলি করার যান।

হরিয়ানার অমিত ভাদানা এরপর তাঁর সেই ১ কোটি টাকার দুধ সাদা অডি গাড়িতে চেপে বাড়ি বাড়ি দুধ বিলি করা শুরু করে দেন। এতে তাঁর পেশাও সামলানো হল, আবার শখও পূরণ হল।

অমিতের এই কাহিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। অনেক সংবাদমাধ্যমেও হরিয়ানার যুবক অমিত ভাদানার ব্যাঙ্কের চাকরি ছেড়ে অডি গাড়িতে চেপে বাড়ি বাড়ি দুধ বিলির কাহিনি প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন:- SBI দিচ্ছে ২০ লাখ টাকার স্কলারশিপ । যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন