Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ব্রিটেন থেকে আসা সব ফ্লাইট বাতিল ! সমগ্র ব্রিটেনে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে করোনা ভাইরাস। নতুন করে এই ভাইরাস আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়ে আরো বেশি সংখ্যক মানুষকে সংক্রমিত করছে। এই অবস্থায় একদম ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রের মোদি সরকার। কারণ নতুন করে ব্রিটেনে করোনা সংক্রমিতের সংখ্যা বিগত কয়েকদিনেই বেশ কয়েকগুন বেড়ে গিয়েছে। তাতে চিন্তিত আন্তর্জাতিক মহল।
প্রসঙ্গত এই পরিস্থিতিতে ব্রিটেন থেকে সংক্রমন যাতে দেশে না ছড়িয়ে যায় তা সুনিশ্চিত করতে চলতি ডিসেম্বর মাসের ২২ তারিখ থেকে আগামী ৩১শে ডিসেম্বর অর্থাৎ বুধবার পর্যন্ত ১ সপ্তাহ ব্রিটেন থেকে ভারতের উড়ান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী। কারণ দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা ভাইরাস এর নতুন স্ট্রেইনটি আগের পর্যায়ে তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক ও শক্তিশালী। তাতে বিগত ২ সপ্তাহের মধ্যেই লন্ডনের সংক্রমিত সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে।
আরো পড়ুন :- সার্জিক্যাল স্ট্রাইকের ছক করছে ভারত ! দাবি পাক বিদেশ মন্ত্রীর
আর ব্রিটেনের এই পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য রাষ্ট্র গুলিও বেশ চিন্তায় পড়ে গিয়েছে। আর নতুন ভাইরাসের স্ট্রেইনটির নাম বি.১.১.৭। এরই আগের ভাইরাস এর তুলনায় এটি আরও দ্রুত মানব শরীরে ছড়িয়ে পড়ছে। ইহার সংক্রামক ক্ষমতা বৃদ্ধি ও পাশাপাশি মানব শরীরে অ্যান্টিবডিকেও ফাঁকি দিতে সক্ষম। তাই ভারতে বর্তমানে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ফলে যাতে আবার নতুন করে ভাইরাস না ছড়ায় তাই এই পদক্ষেপ নিলো মোদী সরকার।
Highlights
1. ব্রিটেন থেকে আসা সব ফ্লাইট বাতিল !
2. বিশ্বের অন্যান্য রাষ্ট্র গুলিও বেশ চিন্তায় পড়ে গিয়েছে
#CORONA #Britain