Bangla News Dunia, দীনেশ : সাত পাকে বাঁধা পড়লেন শুভেন্দু অধিকারীর (BJP Leader Shuvendu Adhikari) ভাই বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী (MP Soumendu Adhikari)। সোমবার বিয়ের আসর বসেছিল অধিকারী বাড়িতে। কিন্তু সেখানে দেখা পাওয়া গেল না রাজ্যের বিরোধী দলনেতার! তবে দর্শন মিলেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এদিকে ভাইয়ের বিয়েতে দাদার গরহাজির নিয়ে চারদিকে শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?
জানা গেছে, গত ৩ মার্চ সন্ধ্যেতে সৌমেন্দু অধিকারী বিয়ে সারেন মহিষাদলের বাসুলিয়া এলাকার বাসিন্দা সোনাক্ষী অধিকারীর সঙ্গে। দুই অধিকারী পরিবারের মধ্যে দীর্ঘদিনের পরিচয়। সোনাক্ষীর বাবা রাজ্য পুলিশের পুলিশের প্রাক্তন এসআই। নাম সত্যচরণ অধিকারী। গত শুক্রবার গোপনে সোনাক্ষীর সঙ্গে আইনি বিয়ে সারেন সৌমেন্দু। এরপর তমলুকের ৫১ পীঠের এক পীঠ মা বর্গভীমা মন্দিরে পুজো দেন এই অধিকারী দম্পতি। এরপর সোমবার আনুষ্ঠানিকভাবে বিয়ে সারেন কাঁথির বিজেপি সাংসদ।
আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন
তাঁর বিয়ে নিয়ে যত আলোচনা হয়েছে, তার থেকে অনেক বেশি আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে। কেন ভাইয়ের বিয়েতে দাদা নেই? জবাবে অধিকারী পরিবার জানায়, সোমবার সন্দেশখালিতে বিজেপি নেতা বিকাশ সিংয়ের মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন শুভেন্দু। সন্দেশখালি আন্দোলনের (Sandeshkhali Case) সময় বিজেপির (BJP) হয়ে লড়াই করেছিলেন বিকাশ সিং। যার জেরে তাঁকে যেতে হয়েছিল জেলে। তিনি জামিন পেতেই ফের তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। যিনি বিপদের সময় দলের জন্য এতকিছু করেছেন, তাঁর মেয়ের বিয়েতে উপস্থিত থাকাটাই অনেক বেশি গুরুত্ব রাখে বলে মনে করেছেন শুভেন্দু, তাই ভাইয়ের বিয়ে ছেড়েসজা চলে গিয়েছিলেন সন্দেশখালিতে। আর তাঁর এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন অধিকারী পরিবারও।
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !
আরও পড়ুন:- এই ক্ষেত্রে দেশকে পিছনে ফেলে রেকর্ড আয়ের পথে বাংলা, জানতে বিস্তারিত পড়ুন