ভারতকে কোণঠাসা করতে নয়া ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশ-চিন-পাকিস্তান।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রায় এক দশক ধরে নিষ্ক্রিয় ‘সার্ক’ (SAARC) ৷ এই সুযোগে ভারতকে বাইরে রেখে দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চিন ৷ সঙ্গে বাংলাদেশকে দলে টানার চেষ্টা ৷ 2014 সালে কাটমাণ্ডুর পর দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার বহুদেশীয় গোষ্ঠী অর্থাৎ কোনও ‘সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি ৷

সম্প্রতি চিনের কুনমিং শহরে পাকিস্তান, চিন ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বলে দাবি করেছে পাক সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন। সোমবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ৷ সুত্রের দাবি, এই বৈঠকেই দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির পরিকল্পনা করা হয় ৷ যা সার্কের বিকল্প হিসেবে তুলে ধরতে চায় চিন, পাকিস্তান এবং বাংলাদেশে ৷

সুত্রের দাবি, সম্প্রতি তিন দেশের এই বৈঠকে দক্ষিণ এশিয়ার সার্ক সদস্যভুক্ত বাকি দেশগুলিকে এই জোটে আমন্ত্রণ জানানোর কথাও আলোচনা হয়েছে ৷ ভারতকেও নতুন জোটে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে ৷ যদিও এই আলোচনার কথা অস্বীকার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৷ ঢাকা, বেজিং ও ইসলামাবাদ কোনও রাজনৈতিক বৈঠক করেনি বলে দাবি মুহাম্মদ ইউনূস সরকারের ৷ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “আমরা কোনও জোট তৈরি করছি না ৷”

1985 সালের 8 ডিসেম্বর ভারত, বাংলাদেশ, ভুটান, মলদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার এই সাতটি দেশকে নিয়ে গঠিত হয় ‘সার্ক’ ৷ 2007 সালে এতে যোগ দেয় আফগানিস্তান ৷

2014 সালে নেপালের রাজধানী কাটমাণ্ডুতে শেষবার অনুষ্ঠিত হয়েছিল দ্বিবার্ষিক সার্ক শীর্ষ সম্মলেন ৷ এর 2 বছর পর অর্থাৎ 2016 সালে ইসলামাবাদে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল ৷ কিন্তু সেবছর 18 সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে জঙ্গি হামলার পর ইসলামাবাদে এই সম্মেলনে যোগ দিতে অস্বীকার করে ভারত ৷ পরে বাংলাদেশ, ভুটান এবং আফগানিস্তানও ইসলামাবাদ সম্মেলনে যোগ দিতে রাজি না-হওয়ায় সার্ক বৈঠক ভেস্তে যায় ৷ তারপর থেকে কোনও সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি ৷

পাক সংবাদপত্রে দাবি করা হয়েছে, নতুন এই জোটের মূল উদ্দেশ্য হল আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের গতি বৃদ্ধি করা ৷ আরও বলা হয়েছে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে এটি সার্ককে প্রতিস্থাপন করবে ৷

আরও পড়ুন:- মাটির নিচে ফাটবে এমন মিসাইল বানাচ্ছে ভারত, ভয়ে ঘুম হারাম চিন-পাকিস্তানের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন