‘ভারতের থেকেও খারাপ’, শরিফ সরকারকে আক্রমণ পাক ধর্মগুরুর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ভারতের সঙ্গে যুদ্ধ ইসলাম বিরোধী! এমন মন্তব্যটি করেছেন খোদ পাকিস্তানের এক ধর্মগুরু। এই ঘটনার একটি ভিডিও(ভিডিওটির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ইসলামাবাদের লাল মসজিদের একজন বিতর্কিত ধর্মগুরু আব্দুল আজিজ গাজী পাকিস্তান সরকারের সমালোচনা করে তাদের “নিষ্ঠুর, অকেজো ব্যবস্থা” বলে সম্বোধন করছেন।  তাঁকে শ্রোতাদের জিজ্ঞেস করতে শোনা যায় যে, ভারতের সঙ্গে যুদ্ধ বাধলে কি তাঁরা পাকিস্তানের পাশে দাড়াবে? এর উত্তরে দেখা যায় অপ্রত্যাশিত এক নীরবতা। জনতার কাছ থেকে সাড়া না পাওয়ার বিষয়টি লক্ষ্য করে তিনি বলে ওঠেন, ‘খুব কম হাত উঠেছে। এর অর্থ এখানে অনেকেই বুদ্ধিমান। বিষয়টি হল, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ কোনও ইসলামিক যুদ্ধ নয়।’ আব্দুল আজিজ গাজী পাকিস্তান সেনাবাহিনীর নিন্দা করে, তাদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়নের অভিযোগ এনে দাবি করেছেন যে,পাকিস্তান কর্তৃপক্ষ দিন দিন আরও নিপীড়নমূলক হয়ে উঠেছে।

আরও পড়ুন:- এবার ট্রেনে যে কোনও সমস্যার সমাধান মিলবে হোয়াটসঅ্যাপে, জানুন কবে থেকে মিলবে সুবিধা?

তিনি বলেন, “বর্তমান সময়ে দাঁড়িয়ে পাকিস্তানের সমাজ ব্যবস্থা বিশ্বাসহীনতায় পূর্ণ একটি অত্যাচারী ব্যবস্থা। এটি ভারতের চেয়েও খারাপ। পাকিস্তানের মতো ভারতে এত নিপীড়ন নেই।’  সূত্রের খবর, ২ মে লাল মসজিদে রেকর্ড করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পাকিস্তানে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত হুসেন হাক্কানিও ভিডিওটি শেয়ার করে আজিজ গাজীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন