ভারতের সঙ্গে যুদ্ধে ৪ দিনের বেশি টিকবে না ! অস্ত্রের অভাবে আতঙ্কিত পাকিস্তান

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার।’ এই প্রবাদ বাক্যটি যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে। কারণ সদ্য প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, পাকিস্তানের কাছে এই মুহূর্তে যে অস্ত্র ভান্ডার রয়েছে তা দিয়ে মাত্র ৪ দিন যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারবে তারা। আর তাদের এই অস্ত্র ভাণ্ডারে ঘাটতির নেপথ্যের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, ইউক্রেন এবং ইজরায়েলের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক অস্ত্র চুক্তিকে।

আরও পড়ুন:- সেনা ঘাঁটির ছবি-তথ্য ফাঁস, ISI যোগের অভিযোগে ধৃত ২

পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি(POF), যারা পাকিস্তানি সেনাকে অস্ত্র সরবরাহ করে, বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা চাহিদা মতো পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে সক্ষম নয় বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, ভারতের সঙ্গে লড়াই করার জন্য পাকিস্তানের কাছে ১৫৫ মিমি আর্টিলারি শেল থেকে শুরু করে এম ১০৯ হাউইটজার এবং বিএম-২১ রকেট সিস্টেমের ঘাটতি রয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, পাকিস্তানের প্রতিরক্ষা দপ্তর গোলাবারুদের এই অভাব নিয়ে খুবই চিন্তিত এবং আতঙ্কিত। কারণ পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের। ২ মে অনুষ্ঠিত স্পেশাল কর্পস কমান্ডারস কনফারেন্সেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:- পুরুষদের জন্য চালু হল নতুন প্রকল্প, আবেদন করলেই মাসে পাবেন 5000 টাকা ।

প্রসঙ্গত, অতীতেও পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এই বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন যে, দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষেত্রে ভারতের মোকাবিলা করার জন্য পর্যাপ্ত গোলাবারুদ এবং অর্থনৈতিক শক্তির অভাব রয়েছে পাকিস্তানের।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন