Bangla News Dunia, দীনেশ :- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর প্রতিষ্ঠাতা ললিত মোদিকে সম্প্রতি লন্ডনে তাঁর বার্ষিক গ্রীষ্মকালীন পার্টিতে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বিজয় মালিয়ার সঙ্গে হুল্লোড়ে মেতে উঠতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, দু’জনেই বর্তমানে ভারতে আইনি লড়াইয়ের সম্মুখীন রয়েছেন এবং ‘পলাতক’ হিসেবেই পরিচিত। এই পার্টিতে তাঁদের ফ্র্যাঙ্ক সিনাত্রার ‘আই ডিড ইট মাই ওয়ে’ গানটি গেয়ে ভাইরাল হওয়া ভিডিওটি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের।
আরও পড়ুন:- রেলের নতুন সুপারঅ্যাপ RailOne ডাউনলোড করলে পাবেন টিকিটে ছাড়, কীভাবে ডাউনলোড করবেন, জানুন এখনই।
ললিত মোদি লন্ডনে তাঁর পরিবার ও বন্ধুদের নিয়ে একটি বিশাল পার্টির আয়োজন করেছিলেন, যেখানে প্রায় ৩১০ জন উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইলও উপস্থিত ছিলেন। মোদি নিজেই এই পার্টির ভিডিও শেয়ার করেন, যা দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে মোদি এবং মালিয়াকে একসঙ্গে ক্যারিওকেতে গান গাইতে দেখা গিয়েছে, যা বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করে।
আরও পড়ুন:- বাজারে ছেয়ে গিয়েছে ভেজাল রসুন, কীভাবে চিনবেন কোনটা খাঁটি? এক ক্লিকে জেনে নিন
সমাজমাধ্যমে মোদি লিখেছেন, “৩১০ জন বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে একটি অসাধারণ রাত কাটালাম, যাদের অনেকেই এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে ভ্রমণ করে এসেছিলেন। যারা এই সন্ধ্যায় উপস্থিত হয়ে আমার জন্য এটিকে অন্যতম বিশেষ রাত করে তুলেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ।” তিনি আরও যোগ করেন, “আশা করি এই ভিডিওটি ইন্টারনেট ব্রেক করবে না। বিতর্কিত নিশ্চিত। কিন্তু এটাই আমি সবচেয়ে ভালো পারি।” এর কিছুক্ষণ আগে, ক্রিকেটার ক্রিস গেইলও বিজয় মালিয়া এবং ললিত মোদির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “আমরা জীবন উপভোগ করছি। একটি সুন্দর সন্ধ্যার জন্য ধন্যবাদ।”
আরও পড়ুন:- বাড়ি বাড়ি ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে SBI. কারা এই সুবিধা পাবেন ? জেনে নিন
প্রসঙ্গত, ললিত মোদি বিসিসিআই-এর প্রাক্তন সহ-সভাপতি ছিলেন। ২০১১ সালে আর্থিক অনিয়মের তদন্তের কারণে দেশ ছেড়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে বিড-রিগিং, অর্থ পাচার এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA), ১৯৯৯ লঙ্ঘনের অভিযোগ রয়েছে, যার মধ্যে তহবিলের অনুমোদন বিহীন স্থানান্তরও অন্তর্ভুক্ত।