ভারতে কত গুলি রাজনৈতিক দল রয়েছে ? জানালেন মোদী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বৃহস্পতিবার ঘানার সংসদে ভারতের গণতন্ত্র নিয়ে ভাষণ দিচ্ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য তিনি ঘানার সফরে গিয়েছিলেন। সেখানে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্পণ করা হয়। সেই সফরে অংশ হিসাবেই ঘানার সংসদে ভাষণ দেওয়ার সময় ভারতের গণন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে মোদী বলেন, ভারতে কত গুলি রাজনৈতিক দল রয়েছে, তার সংখ্যাটা। যে সংখ্যা শুনে ঘানার সংসদে বেশ গুঞ্জন হতে দেখা যায়। সেই সময় কী ঘটে?

আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?

ঘানার সংসদে ওই ভাষণে নরেন্দ্র মোদী জানান, ভারতে মোট ২,৫০০ টি রাজনৈতিক দল রয়েছে। একই সঙ্গে তিনি জানাব, ২০ টি পৃথক রাজনৈতিক দল আলাদা আলাদা রাজ্যে শাসন করে। এছাড়াও ভারতের অফিশিয়াল ভাষার সংখ্যাও তিনি জানান। ঘানার সংসদের ভাষণে ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখা যাক।

নরেন্দ্র মোদী বলেন,’ ভারত হল গণতন্ত্রের জননী। আমাদের কাছে গণতন্ত্র কেবল একটি সিস্টেম নয়, এটি আমাদের মৌলিক মূল্যবোধের একটি অংশ… ভারতে ২,৫০০ টিরও বেশি রাজনৈতিক দল, ২০টি ভিন্ন ভিন্ন দল বিভিন্ন রাজ্য পরিচালনা করে, ২২টি সরকারী ভাষা, হাজার হাজার উপভাষা রয়েছে। এই কারণেই ভারতে আসা মানুষদের সর্বদা খোলা হৃদয়ে স্বাগত জানানো হয়ে থাকে।”

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন