ভারত-পাকিস্তান উত্তেজনা ! প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক মোদির

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সোমবার প্রতিরক্ষা সচিব রাজেশকুমার সিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে পরবর্তী সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনার মধ্যেই রবিবার বিমানবাহিনীর প্রধান অমরপ্রীত সিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাঁর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করলেন মোদি।

আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন

২২ এপ্রিল পহলগামে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। নিয়ন্ত্রণ রেখায় রয়েছে উত্তেজনা। যে কোনও রকম হামলার মোকাবিলা ও প্রত্যাঘাতের জন্য প্রস্তুত রয়েছে তিন বাহিনী। এর আগে ২৬ এপ্রিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা প্রধান (সিডিএস) জেনারেল অনিল চৌহান সহ অন্য সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছিলেন মোদি। দেড় ঘণ্টার ওই বৈঠকে প্রত্যাঘাতের ক্ষেত্রে সেনাকে ‘সম্পূর্ণ স্বাধীনতা’ দিয়েছিলেন তিনি।

৩০ এপ্রিল সেনাপ্রধান জেনারেল দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছিলেন মোদি। বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালও তাতে যোগ দিয়েছিলেন। ৩ মে সন্ধ্যা ৬টায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের অনুমান, রণকৌশল নির্ধারণেই একের পর এর বৈঠক করছেন তিনি।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন