Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে তার অংশ হবে না আমেরিকা। একটি সাক্ষাৎকারে এমনই দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি মনে করেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাত আমেরিকার কাছে উদ্বেগের বিষয় । ওয়াশিংটন চায় দুদেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশমিত হোক । কিন্তু শেষমেশ যদি যুদ্ধ হয় তার অংশ হবে না আমেরিকা ।
আরও পড়ুন:- যুদ্ধকালীন পরিস্থিতিতে কালোবাজারি বরদাস্ত করবো না, কি ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী ? জানুন
প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর কথা উল্লেখ করে ভান্স বলেন, “আমরা ভারত বা পাকিস্তান কাউকেই নিয়ন্ত্রণ করতে পারি না । ভারতকেও বলতে পারি না অস্ত্র থেকে দূরে থাকতে । আবার পাকিস্তানকেও বলতে পারি না অস্ত্র ছেড়ে দিতে । ভারত পাকিস্তানের বিরুিদ্ধে লাগাতার অভিযোগ করে আসছে । পাকিস্তান তার জবাব দিয়েছে । এমতাবস্থায় আমার যেটা করতে পারি সেটাই করছি । আমাদের কাজ দুপক্ষকেই শান্ত থাকতে বলা । কিন্তু তার মানে এই নয় যে যুদ্ধের অংশ হতে হবে । আমেরিকা এই সংঘাতের অংশ নয় । সংঘাত নিয়ন্ত্রণের দায়ও আমেরিকার নয় ।” সরাসরি অংশ না নিলেও আমেরিকা কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা চালাবেন বলে জানান ভান্স।
সাক্ষাৎকারের অন্য একটি অংশে তিনি বলেন, “আমার মনে হয় এখন কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে হবে । ভারত এবং পাকিস্তানকে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিরলা করতে হবে । যুদ্ধ যেন কোনওভাবেই না হয় সেটা নিশ্চিত করতে হবে । ” পাশপাশি এখনকার পরিস্থিতি দেখে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মনে করেন যুদ্ধ হবে না।
আরও পড়ুন:- এই তেল দিয়ে মালিশ করুন শিশুকে ! হাড় মজবুত ছাড়াও স্বাস্থ্যেরও উন্নতি হবে