ভারত-পাক উত্তেজনা ‘ভয়াবহ’, সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে চান ট্রাম্প

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab  : পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর পাকিস্তানের পঞ্জাব ও অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনেছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের ঘাঁটি। এর জেরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, এই সংঘাত বন্ধে তিনি মধ্যস্থতা করতে চান।

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

হোয়াইট হাউসে ভারত-পাকিস্তান সংঘাত এবং দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘এটা ভীষণ ভয়াবহ।’ এই সূত্রেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের ইচ্ছাপ্রকাশ করেন ট্রাম্প। তাঁর কথায়, ‘দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। যদি আমি কোনও সাহায্য করতে পারি, তবে আমি তা করব।’ তাঁর সংযোজন, ‘আমি উভয়কে (ভারত এবং পাকিস্তান) নিয়েই চলতে পারি। আমি ওদের খুব ভালো করে জানি। আমি চাই ওরা থামুক।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয়। ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের ন’টি জায়গায় হামলা চালানো হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটি। দু’দেশের মধ্যে উত্তেজনা থামার কোনও ইঙ্গিত এখন পর্যন্ত নেই। এই পরিস্থিতিতে সংঘাত বন্ধে মধ্যস্থতার বার্তা দিলেন ট্রাম্প।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন