ভুট্টাখেতে আশাকর্মীর অর্ধনগ্ন দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অনুমান

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ভুট্টাখেতে আশাকর্মীর অর্ধনগ্ন দেহ উদ্ধার। প্রাথমিক তদন্তে অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে বছর ৪০-এর ওই মহিলাকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঘটনা।

আরও পড়ুন:- প্রায় বারো হাজার শূন্যপদে নিয়োগ করছে এনটিপিসি, বেতন ৩৫,৪০০ টাকা। শীঘ্রই আবেদন করুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই আশাকর্মীকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা টিকাকরণ উদ্যোগের অংশ হিসেবে একটি গ্রামে গিয়েছিলেন। তাঁকে শেষবার সন্ধ্যায় দেখা গিয়েছিল। তিনি এক পরিচিতর স্কুটারে চড়ে গ্রামে ফিরছিলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শেষে রাতে একটি ভুট্টাখেতে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন:- ভারতের কঠোর পদক্ষেপে বাংলাদেশের ক্ষতি ৯৩৬৭ কোটি টাকা, বিস্তারিত জেনে নিন

জানা গিয়েছে, মৃতার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। ওই পরিবারের সঙ্গে গ্রামেরই দুই ব্যক্তির জমি সংক্রান্ত মামলা চলছিল আদালতে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন:- প্রস্টেট ক্যান্সার বাড়ছে, এই মারণ রোগের উপসর্গ কী? এক ক্লিকে জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন