ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত হবে Adhaar Card , ঘোষণা নির্বাচন কমিশনের 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এবার ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত হবে আধার নম্বর। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে জানালো জাতীয় নির্বাচন কমিশন। শীঘ্রই এই সংযুক্তিকরণের কাজ দ্রুত শুরু হবে বলে কমিশন সূত্রে খবর। এপিকের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রযুক্তিগত বিষয়টি দেখার জন্য আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই এবং বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

ভূয়ো ভোটার নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম রাজ্য। ভোটার তালিকায় ‘ভূতের বাসা’ রয়েছে বলে অভিযোগ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ভূতের বাসা ভেঙে ভূয়ো ভোটার দূর করতে এবার আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের পথে হাঁটছে কেন্দ্র। কেন পাসপোর্ট, আধার কার্ডের মতো ভোটার কার্ডের (এপিক) ‘ইউনিক’ নম্বর থাকবে না? এই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার দিল্লির নির্বাচন সদনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। এরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব-সহ উচ্চ পদস্থ অফিসার, ইউআইডিএআই-এর প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের টেকনিক্যাল এক্সপার্টরা।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ৩২৬ নম্বর ধারা, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪), ২৩(৫) এবং ২৩(৬) ধারা এবং এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে আধার এবং ভোটার কার্ডের সংযুক্তি করা হবে। এর জন্য নির্বাচন কমিশনের টেকনিক্যাল এক্সপার্টরা ইউআইডিএআই-এর প্রতিনিধিদের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন