মাত্র ৩.৬১ লক্ষ টাকায় ৪৬ কিমি মাইলেজ নিয়ে ৪ চাকা লঞ্চ ! কোন কোম্পানির এই গাড়ি ? দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের অটোমোবাইল বাজারে এখন অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে বাজেট সেগমেন্টে ৪-হুইলার বিকল্প। আর সেই তালিকায় সবচেয়ে আলোচনায় থাকা গাড়িটির নাম — Bajaj Qute। মাত্র ৩.৬১ লক্ষ টাকা দামে ৪ চাকার এই গাড়িটি এখন শহরাঞ্চলের জন্য একেবারে উপযুক্ত বাহন হিসেবে নিজেকে প্রমাণ করেছে। ট্রাফিক, জায়গার সংকট, ও সাশ্রয়ী মেইনটেনেন্সের কথা মাথায় রেখে এই গাড়িটি শহরের মধ্যবিত্ত মানুষের কাছে হয়ে উঠছে প্রথম পছন্দ।

আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন

বাজাজ কিউটের ডিজাইন ও গঠন: ছোট কিন্তু কার্যকরী

Bajaj Qute দেখতে অনেকটা অটোর মতো হলেও এটি একটি পুরোপুরি চারচাকা মাইক্রোকার। এর দৈর্ঘ্য প্রায় ২.৭৫ মিটার এবং ওজন মাত্র ৪০০ কেজি (CNG ভ্যারিয়েন্ট)। এত কম ওজন ও ছোট গঠন হওয়ায় এটি শহরের ব্যস্ত রাস্তায় খুব সহজে ঘোরাফেরা করতে সক্ষম। পার্কিং-এর জন্য প্রয়োজন হয় না অনেক জায়গা, ফলে টাইট লেন কিংবা ব্যস্ত বাজার এলাকাতেও ব্যবহার করা যায় অনায়াসে।

গাড়ির দাম: সাধারণ মানুষের নাগালে

যেখানে বড় ব্র্যান্ডের ৪-হুইলার কিনতে খরচ পড়ে ৬–৮ লক্ষের বেশি, সেখানে Bajaj Qute-এর দাম শুরু মাত্র ₹3.61 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। এটি একটি CNG চালিত গাড়ি, যা বর্তমান জ্বালানির দামের পরিস্থিতিতে খুবই উপযোগী। গাড়ির দাম এতটাই সাশ্রয়ী যে, যারা প্রথমবার গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য একেবারে আদর্শ বিকল্প।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন