Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আপনি চাকরিজীবী, গৃহিণী, ছাত্র, বেকার যেই হন না কেন, মাত্র ৪৫৬ টাকায় আপনি কেন্দ্রীয় সরকারের দুটি গুরুত্বপূর্ণ বীমা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। এই দুই প্রকল্প হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY) ও প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY)। ২০১৫ সাল থেকে সারা দেশের কোটি কোটি মানুষকে আর্থিক সুরক্ষা দিচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এই স্কিম দুটি সম্পর্কে বিস্তারিত।
১. প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY)
প্রিমিয়াম: ৪৩৬ প্রতি বছর
বয়সসীমা: ১৮-৫০ বছর
বীমার অঙ্ক: ২ লক্ষ টাকা
মেয়াদ: প্রতি বছর ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত, ৫৫ বছর পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য
এই স্কিমের আওতায়, যদি পলিসিধারকের মৃত্যু হয় (যে কোনও কারণেই হোক—প্রাকৃতিক, দুর্ঘটনাজনিত বা মহামারীজনিত), তবে মনোনীত ব্যক্তি ২ লক্ষ টাকা পাবে। পলিসির মেয়াদ শেষে সুস্থ থাকলে কোনও অর্থ ফেরত পাওয়া যাবে না, কারণ এটি একটি টার্ম ইন্স্যুরেন্স।
আরও পড়ুন:- 1 জুলাই কেন পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস ? জেনে নিন ইতিহাস
PMJJBY নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক।
২. প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY)
প্রিমিয়াম: ২০ প্রতি বছর
বয়সসীমা: ১৮-৭০ বছর
বীমার অঙ্ক: মৃত্যু বা সম্পূর্ণ অক্ষমতায়: ২ লক্ষ। আংশিক স্থায়ী অক্ষমতায়: ১ লক্ষ
এই প্রকল্প দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে আর্থিক সহায়তা দেয়। অটো-ডেবিট পদ্ধতিতে প্রতি বছর ১ জুনের আগে ২০ টাকা কেটে নেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।
কীভাবে পাওয়া যায় PMSBY:
যেকোনো সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই স্কিমে নাম নথিভুক্ত করা যায়
প্রতিটি গ্রাহক শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থেকেই এই সুবিধা নিতে পারবেন
PMJJBY ও PMSBY কেন জরুরি?
এই দুটি বীমা প্রকল্প অত্যন্ত কম খরচে বৃহৎ আর্থিক সুরক্ষা প্রদান করে। বিশেষ করে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য এটি এক দুর্দান্ত সহায়তা। পরিবারে হঠাৎ দুর্ঘটনা বা মৃত্যু হলে এই প্রকল্পই হতে পারে শেষ মুহূর্তের ভরসা।
যেভাবে নাম নথিভুক্ত করবেন:
অনলাইনে: নিজের ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে
অফলাইনে: ব্যাঙ্কের নিকটস্থ শাখায় গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে
প্রতিফল ও পরিসংখ্যান:
দুই প্রকল্পে মিলিয়ে কোটির বেশি দাবি ইতিমধ্যেই পরিশোধ করেছে সরকার
PMJJBY-তে ৫২% ছিলেন মহিলা
বছরে মাত্র ৪৫৬ টাকায় পরিবারকে সুরক্ষা দেওয়া যায়
মনে রাখবেন:
দুটো প্রকল্পই জুন মাস থেকে মে মাস পর্যন্ত কার্যকর। প্রতি বছর রিনিউ আবশ্যক। প্রিমিয়ামের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথেষ্ট টাকা রাখা জরুরি
আরও পড়ুন:- মাটির নিচে ফাটবে এমন মিসাইল বানাচ্ছে ভারত, ভয়ে ঘুম হারাম চিন-পাকিস্তানের