Bangla News Dunia, Pallab : ব্যাংকিং কাজ বলুন বা কোনো আর্থিক লেনদেন, প্যান কার্ড আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তবে আপনি কি জানেন যে, পুরনো প্যান কার্ডের ফাঁকফোকরে অনেকেই ভুয়ো ঋণ বা জালিয়াতি ঘটাচ্ছে? আর এ কারণেই সরকার এনেছে প্যান কার্ড ২.০, যা আগের তুলনায় অনেক বেশি স্মার্ট এবং সুরক্ষার দিক থেকে নজর কাড়বে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?
কেন দরকার প্যান কার্ড ২.০-র?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, পুরনো প্যান কার্ডের তথ্য ব্যবহার করে খুব সহজেই ভুয়ো ঋণ বা ক্রেডিট কার্ড নিয়েছিল প্রতারকরা। কিন্তু নতুন এই প্যান কার্ড ২.০-তে রয়েছে এমন সব সিকিউরিটি ফিচার, যা এই সমস্ত প্রতারণা রোধ করতে সাহায্য করবে। ফলে মাত্র ৫০ টাকা খরচ করে আপনি বড়সড় আর্থিক প্রতারণা থেকে মুক্তি পেতে পারেন।
কীভাবে পাবেন এই নতুন প্যান কার্ড?
বাড়িতে বসেই আপনি এই নতুন প্যান্ট কার্ড ২.০ এর জন্য আবেদন করতে পারবেন। শুধু আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
- প্রথমে প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- এরপর যদি আপনার প্যান কার্ড থেকে থাকে, তাহলে ‘Reprint of Pan Card’ অপশনটিতে ক্লিক করুন।
- এরপর আপনার প্যান নম্বর, আধার নম্বর, জন্ম তারিখ এবং জন্ম সাল ইনপুট করুন।
- এরপর সমস্ত শর্তাবলী মেনে সাবমিট বাটনে ক্লিক করে দিন।
- এবার মাত্র ৫০ টাকা ফি জমা দিন এবং কয়েকদিনের মধ্যেই আপনার নতুন প্যান কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।