মাত্র ৬০০ টাকায় মিনি এসি, ৮ মিনিটেই ঘর হবে বরফের মতো ঠান্ডা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমানে ভারতের অধিকাংশ রাজ্যেই চরম গরমে নাজেহাল অবস্থা। দিনের পর দিন তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই । এদিকে বিদ্যুৎ বিলের বোঝা ও ওয়াল এসির খরচ বহন করা সবার পক্ষে সম্ভব নয়। অনেকেই খুঁজছেন এমন একটি সাশ্রয়ী অথচ কার্যকর বিকল্প, যা সহজে ব্যবহার করা যাবে এবং দ্রুত ঘর ঠাণ্ডা করা যাবে। ঠিক এই সময়েই বাজারে এসেছে TRIDEO পোর্টেবল মিনি এসি, যা মাত্র ৬০০ টাকার সামান্য খরচেই এনে দেবে বরফ মতো স্বস্তি।

আরও পড়ুন : ট্রেনে তত্‍কাল টিকিট কাটার নিয়মে কিন্তু বদল ঘটেছে, কিভাবে টিকিট বুকিং করবেন ?

তাই এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো TRIDEO পোর্টেবল এসির বিশেষত্ব, ফিচার, মূল্য, কার্যকারিতা ও কেন এটি আজকের দিনে আপনার ঘরের জন্য সবচেয়ে উপযুক্ত হতে পারে।

TRIDEO পোর্টেবল এসি: ছোট আকারে বিশাল কর্মদক্ষতা

TRIDEO পোর্টেবল এসি মূলত একটি কমপ্যাক্ট এয়ার কুলার এবং হিউমিডিফায়ার কম্বো। এটি জলীয় বাষ্পের মাধ্যমে ঘরের বাতাস ঠাণ্ডা করে। এর ইভাপোরেটিভ কুলিং প্রযুক্তি তাপমাত্রা কমানোর পাশাপাশি বাতাসের আর্দ্রতাও বজায় রাখে, এরফলে ঘরের পরিবেশ হয় আরো আরামদায়ক।

এই এসির সবচেয়ে বড় সুবিধা হলো – কোনো ধরনের ওয়াল ব্রেকিং বা স্থায়ী ইন্সটলেশনের প্রয়োজন নেই। আপনি ঘরের যেকোনো স্থানে এটি স্থাপন করে এটি অনায়াসে ব্যবহার করতে পারবেন।

৮ মিনিটে ঘরকে বরফ শীতল করে তুলবে

TRIDEO পোর্টেবল এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর দ্রুত শীতল করার ক্ষমতা। মাত্র ৮ মিনিটের মধ্যেই এটি ঘরের তাপমাত্রা অনেকটা কমিয়ে দিতে সক্ষম হয়। যারা অফিস থেকে ক্লান্ত হয়ে ঘরে এসেই আরামের শীতল পরিবেশ চান, তাদের জন্য এই মিনি এসি এক কথায় আশীর্বাদ স্বরূপ হতে পারে ।

১২ ঘন্টার পর্যন্ত টানা কুলিং সুবিধা

TRIDEO পোর্টেবল এসির ৫০০ মিলি লিটার জল ধারণ ক্ষমতার ট্যাংক রয়েছে। এই জলের ট্যাংকের সাহায্যে একটানা ১২ ঘন্টা পর্যন্ত ঠাণ্ডা বাতাস উপভোগ করা সম্ভব। ঘুমানোর সময়, অফিসে কাজ করার সময় কিংবা দুপুরে বিশ্রামের মুহূর্তে এটি আপনাকে দিবে নিরবিচারে স্বস্তি।

আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন