Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রিলায়েন্স জিও (Jio) তার গ্রাহকদের জন্য ফের একটি ধানাকাদার প্ল্যান এনে হাজির করেছে। এই প্ল্যানে সারা মাসের জন্য নিশ্চিন্ত থাকবেন আপনি। আর দাম? আপনার পকেটে স্বস্তি দেবে। কারণ, ১০০ টাকা মূল্যের মধ্যে সারা মাসের জন্য পাচ্ছেন আনলিমিটেড প্যাক। রিলায়েন্স জিওর এই বিশেষ রিচার্জ প্ল্যানের সমস্ত বিবরণ রইল আজকের এই প্রতিবেদনে।
Reliance Jio Recharge Plan 2025
বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য রিলায়েন্স জিওর প্ল্যানগুলি সর্বদাই এগিয়ে। কখনো প্রচুর ডেটা ও কখনো কলিং, মেসেজ, ডেটা-সহ বিশেষ বিশেষ প্ল্যান হাজির করে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা। এয়ারটেল, বিএসএনএল -কে কার্যত কুপোকাত করে জিওর স্পেশাল স্পেশাল রিচার্জ প্ল্যান আমজনতার মন পসন্দ। সম্প্রতি এমনই একটি বিশেষ ধরনের প্ল্যান জিও তাঁর গ্রাহকদের অফার করছে।
জিওর নতুন রিচার্জ প্ল্যানের বিবরণ
রিলায়েন্সের মালিকানাধীন ভারতবর্ষের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা হল Jio। সাম্প্রতিক সময়ে মুকেশ আম্বানির সংস্থা বিশেষভাবে জোর দিচ্ছে গ্রাহকদের ডেটা প্যাকের ওপর। যে সকল আনলিমিটেড প্ল্যানগুলি জারি রয়েছে সেখানে দৈনিক ডেটা দেওয়া হয়। তবে অনেকেই আছেন যারা তার চেয়েও বেশি ডেটা চাইছেন। সেক্ষেত্রে আলাদা করে ডেটা প্ল্যানের জন্য রিচার্জ করতে হয় তাঁদের।
সেই সূত্র ধরেই রিলায়েন্স জিও তাঁদের প্রিপেড রিচার্জ প্ল্যানের (Reliance Jio Plan) তালিকায় যুক্ত করল সাশ্রয়ী ডেটা অ্যাড অন প্ল্যান। যাতে একবার রিচার্জ করে নিলে অফুরন্ত হাই স্পিড ইন্টারনেট পাবেন আপনিও। এই রিচার্জ প্ল্যানের দাম রাখা হয়েছে মাত্র ৫১ টাকা। গ্রাহকরা টানা এক মাস ধরে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই প্ল্যানে।
এই বিশেষ প্ল্যানে কী কী সুবিধা মিলবে?
এখনো পর্যন্ত রিলায়েন্স জিও তাদের প্রিপেড রিচার্জ প্ল্যানের তালিকায় যে সকল ডেটা অ্যাড অন প্ল্যানগুলি রেখেছে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যান হল ৫১ টাকার ডেটা প্ল্যান। এই জিও রিচার্জ প্ল্যানটি মাত্র ৫১ টাকা খরচ করে কিনতে পারবেন 4G ইউজাররাও। 4G সিমের গ্রাহকরা এই প্ল্যানে 3GB ডেটা পাবেন। কিন্তু একই প্ল্যান যদি 5G সিমের জন্য রিচার্জ করা হয় তবে জিও গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড হাই স্পিড 5G ডেটা।
এই প্ল্যানে রিচার্জ করবেন কিভাবে?
রিলায়েন্স জিওর তরফে জানানো হয়েছে, ৫১ টাকা মূল্যের এই ডেটা অ্যাড অন প্ল্যানটি জিও গ্রাহক তার যেকোনও যুক্ত করতে পারবেন 1.5 GB দৈনিক রিচার্জ প্ল্যানের সাথে। এটি ওই প্ল্যান এর সঙ্গে অ্যাড অন করা যাবে। ৫১ টাকা মূল্যের এই বিশেষ ডেটা প্ল্যানের বৈধতা থাকবে গ্রাহকের মূল রিচার্জ প্ল্যানের মেয়াদের ওপর ভিত্তি করেই। মূল রিচার্জ প্ল্যান এর বৈধতা যদি ৩০ দিন হয় তবে এরও বৈধতা ৩০ দিন হবে। যদি প্রথম দিনের বেসিক প্ল্যানের ডেটা কোটা শেষ যায়, তাহলেই আনলিমিটেড 5G ইন্টারনেট পেয়ে যাবেন গ্রাহক।
উপসংহার
অর্থাৎ ৫১ টাকা মূল্যের আনলিমিটেড রিচার্জ প্ল্যানটি তাঁদের জন্য ভালো যারা প্রচুর ইন্টারনেট বা ডেটা ব্যবহার করেন। রিলায়েন্স জিওর এই বিশেষ রিচার্জ প্ল্যানের বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট চেক করে নিন।
আরও পড়ুন:- প্রতিদিন নির্যাতনের শিকার বাংলার 16 শিশু শ্রমিককে রাজকোট থেকে উদ্ধার।