Bangla News Dunia, Pallab : মাথা_ব্যাথার লক্ষণ ভিত্তিক কিছু হোমিওপ্যাথিক ঔষধ।
একোনাইটঃ- ঠান্ডা লাগিয়া তরুন শিরঃ পীড়া,মাথা ধরা বা বেদনায় রোগী অস্হির হইয়া পরে। ছট ফট করিতে থাকে। তখন এই ঔষধ অব্যর্থ।
বেলেডোনাঃ- সর্দি বসিয়া প্রচন্ড মাথা ব্যাথা মস্তকে রক্তাধিক্য,মাথা গরম,কপালের দুই পাশের শিরা দপদপ করিতে থাকে।চোখ,মুখ লাল হইয়া চিরিক মারা ব্যাথা।তখন এই ঔষধ উপকারী।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
ব্রাইওনিয়াঃ- মাথা ধরা বা বেদনা নড়াচড়া করিলে বা কথা বলিলে মাথার যন্ত্রণা বাড়ে।চুপ করিয়া থাকিলে আরাম বোধ ইত্যাদি ।
এসিড ফসঃ- অতিরিক্ত লেখাপড়ার কারণে যাহাদের মাথা ধরা বা ব্যাথা হইয়াছে এসিড ফস তাহাদের পরম বন্ধু।
ইথুজাঃ- বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাথা ব্যাথার জন্য পড়া শোনার ব্যাঘাতে ইথুজা একটি প্রসিদ্ধ ঔষধ।
স্পাইজেলিয়াঃ- বাম দিকে আধ কপালে মাথা ব্যথা,সকালে মাথা ব্যাথা আরাম্ভ হইয়া দুপুরে বৃদ্ধি পায়।বিকালে আস্তে আস্তে উপশমিত হইয়া সন্ধা ছাড়িয়া যায়।বাম দিকে চক্ষু হইতে জল পড়ে,ইত্যাদি লক্ষণে ইহা উপকারী।
আর্সেনিক মেটঃ- মাথার বাম দিকে আধ কপালে মাথা ব্যথায় এই ঔষধ উপকারী।
ল্যাকেসিসঃ- রৌদ্রের তাপ লাগিয়া বা স্রাব বন্ধ হইয়া বাম দিকে আধ কপালে মাথা ব্যথা উওাপে উপশম হইলে ইহা উপকারী।
আর্জেন্টাম নাইটঃ- আধ কপালে মাথা ব্যথার উৎকৃষ্ট ঔষধ।বাম দিকের কপালে ভীষণ যন্ত্রণা দায়ক ব্যথা।কোন বস্তু দিয়া শক্ত করিয়া মাথা বাধিয়া দিলে বেদনার উপশম হয়।
স্যাঙ্গুনেরিয়া ক্যানঃ- ডান দিকে আধ কপালে মাথা ব্যথা।সূর্য উদয় হইতে ব্যথা আরাম্ভ হইয়া বেলা বৃদ্ধির সহিত ব্যথা বাড়িতে থাকে।বিকালের দিকে কমে।সন্ধায় ছাড়িয়া যায়।
ক্যাকটস গ্রান্ডিঃ- মাথার ডান দিকে শির পীড়া আলোতে গোলমালে ক্ষুধা লাগিয়া বেদনার বৃদ্ধি।মাথা অত্যন্ত ভারী বোধ,দপদপানি মাথা ব্যাথায় ইহা উপকারী।
এমিল নাইটঃ- অত্যাধিক মাথা ধরা বা বেদনার সময়ইহার ২-৪ফোটা রুমালে ডালিয়া ঘ্রান নিলে মাথার তীব্র যন্ত্রণা সঙ্গে সঙ্গে আরোগ্য হয়।
চেলিডোনিয়মঃ- ডান দিকের মাথা ব্যাথা,ব্যাথা ডান দিকের চোখ পর্যন্ত পরিচালিত হয়। বিছানা হইতে উঠিতে,বসা থেকে দাড়াইতে,চোখ বুজাইলে মাথা ঘুরায়।ডান কাধের নিচে ব্যাথার রোগীতে ইহা অধিক ফলদায়ক।
আইরিসঃ- ডান দিকের মাথা ব্যাথা,ব্যাথার সহিত প্রায়ই বমি বা গা বমি বমি করিতে থাকে।বেদনা সন্ধ্যা কালে বৃদ্ধি,বিশ্রামে বৃদ্ধি।
গ্লোনয়িনঃ- রৌদ্রে কাজ করিয়া কিংবা আগুনের উওাপে মাথা ধরা বা বেদনায় ইহা উপযোগী।মাথা ব্যাথা প্রায়ই ঘাড় হইতে আরম্ভ হইয়া সমস্ত মাথা ছাড়াইয়া পড়ে।প্রচন্ড বেদনায় মনে হয় মাথা চুর্ণ বিচুর্ণ হইয়া যাইতেছে।
ষ্ট্র্যামোনিয়মঃ- রৌদ্রে ঘুরাফেরা করিবার ফলে অর্থাৎ রৌদ্রের তাপ মাথায় লাগিয়া প্রচন্ড মাথা ব্যাথা।রাত্রে শুইলে ব্যাথা বাড়ে।তাই রোগী বসিয়া থাকিতে বাধ্য হয়।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
ল্যাক ক্যানঃ- পার্শ্ব পরিবর্তনশীল,আধ কপালে মাথা ব্যাথা,এক বার বাম দিকে কিছু সময় বা কিছুদিন পর আবার ডান দিক।বাম দিকে ব্যাথা হইলে ডান দিকে থাকে না।আবার ডান দিকে ব্যথা হইলে বাম দিকে থাকে না।এই পরিবর্তনশীল মাথা ব্যাথায় ইহা অব্যর্থ।
এসিড পিক্রিকঃ- ছাত্র,শিক্ষক,উকিল,ব্যারিষ্টার গণের মস্তিস্কের পরিশ্রমের জন্য মাথা ব্যাথায় বা মাথা ধরায় ইহা অব্যার্থ।
সিফিলিনামঃ- রাত্রে মাথা ব্যাথার একটি উৎকৃষ্ট ঔষধ।বিকাল থেকে মাথা ব্যাথা বা ধরা আরাম্ভ হইয়া রাত এগারটা পর্যন্ত বাড়িতে থাকে।দিনের বেলায় বেদনা থাকে না।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড