মাধ্যমিকের ফল প্রকাশে বিলম্ব ! ২০২৫ সালে দেরি হচ্ছে রেজাল্ট ঘোষণায়, কী বলছে শিক্ষা দপ্তর ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

madhyamik exam

Bangla News Dunia, Pallab : প্রতি বছরের মতো এ বছরও সঠিক সময়ে সম্পন্ন হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে এখন ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গ পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনো নিয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে। ইতিমধ্যেই প্রতিবছরের মত এ বছরের নির্দিষ্ট সময়ের রেজাল্ট বেরোনোর নিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল তবে বর্তমানে বিভিন্ন পরিস্থিতি এবং শিক্ষক অভাবের জন্য পর্ষদের তরফ থেকে বিশাল বড় একটি আপডেট উঠে এসেছে চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

কেন পিছোচ্ছে ফলাফল প্রকাশ

প্রতিবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যায়। সব কিছু ঠিকঠাক থাকলেও বর্তমানে 26 হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে স্কুলগুলোতে শিক্ষকের অভাব দেখা দিয়েছে এবং এমন অনেক শিক্ষক রয়েছেন যারা মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছিলেন তাদের চাকরিও চলে গিয়েছে ফলে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার গতি কিছুটা মন্থর হয়ে গিয়েছে। এর ফলে পিছিয়ে যেতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন। পর্ষদ সূত্রে জানা গেছে, পর্ষদ চাইলেও মূল্যায়ন কেন্দ্রে পর্যাপ্ত শিক্ষক না থাকায় খাতা পরীক্ষার কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হচ্ছে না। আরো বেশ কিছু কারণের জন্য এ বছর পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন।

নতুন সম্ভাব্য তারিখ কী?

মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে সবকিছু ঠিকঠাক থাকায় এবং পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রথমে আশা করা হয়েছিল মে মাসের তৃতীয় সপ্তাহে ফল ঘোষণা করা হবে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন কয়েক সপ্তাহ পিছিয়ে এর ফলে জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে। তবে এ ব্যাপারে এখনো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন