‘মানবতার উপর আঘাত’, পহেলগাঁও কাণ্ড নিয়ে ব্রিকসে সরব মোদি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ব্রিকস সম্মেলনে (BRICS Summit) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)  মুখে শোনা গেল পহেলগাঁও হামলার প্রসঙ্গ। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৭তম ব্রিকস সম্মেলনে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) উপর জোর দিয়ে সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন

মোদি বলেন, ‘সন্ত্রাসবাদ মানবতার মুখোমুখি সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। সম্প্রতি ভারত পহেলগাঁওয়ে একটি অমানবিক এবং কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছে। এটি সমগ্র মানবতার উপর আক্রমণ’। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান মোদি।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। ওই হামলার পরই ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি। এনিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আজারবাইজানে ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে তিনি দাবি করেন, জম্মু-কাশ্মীরে একটি দুর্ভাগ্যজনক ঘটনার পর পাকিস্তানের প্রতি ভারতের অকারণে বেপরোয়া শত্রুতা করা ছিল আঞ্চলিক শান্তি নষ্ট করার আরেকটি চেষ্টা। এর পরই ব্রিকস শীর্ষ সম্মেলনে আরও একবার পহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘যদি কোনও দেশ সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে, তবে তাকে অবশ্যই এর মূল্য চোকাতে হবে।’ ব্রিকস শীর্ষ সম্মেলনে ‘শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক শাসন সংস্কার’ শীর্ষক অধিবেশনে, শান্তি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের প্রতি ভারতের অবস্থানের কথাও স্পষ্ট করেন মোদি। ব্রিকসের তরফেও পহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন