Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পোস্ট অফিস তার গ্রাহকদের জন্য মান্থলি ইনকাম স্কিম (Post Office MIS) চালু করে প্রত্যেক মাসে একটি নিশ্চিত ইনকামের ব্যবস্থা করেছে। এদেশের বেশিরভাগ গ্রাহকের কাছেই পোস্ট অফিস হলো নিশ্চিত বিনিয়োগের জায়গা। পোস্ট অফিসে টাকা রাখা, বিনিয়োগ সব ক্ষেত্রেই মানুষ নির্ভরযোগ্যতা খুঁজে পান। সিনিয়র সিটিজেনরাও পোস্ট অফিসে টাকা রাখতে স্বচ্ছন্দ্য বোধ করেন। এমনিতেই বেশ কিছু নির্ভরযোগ্য স্কিম চালু করেছে পোস্ট অফিস। আবার মান্থলি ইনকাম স্কিমে মাসে মাসে ইনকাম আসবে আপনার পকেটে।
Post Office MIS Scheme Benefits
আপনিও যদি প্রতিমাসে নিশ্চিত ইনকাম চান তবে সেই ব্যবস্থা করবে পোস্ট অফিস। এখানে হিসেব করে বিনিয়োগ করতে পারলে সেখান থেকে ভাল রিটার্ন আসতে পারে। আলোচনা করা হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম নিয়ে। এই স্কিমের মূল বৈশিষ্ট্য হল মাসে মাসে ইনকাম, বিনিয়োগ করলে মিলবে ভাল সুদ। শুধু তাই নয়, এখানে যদি টাকা বিনিয়োগ করেন তাহলে ঝুঁকির পরিমান অনেকটা কম থাকে।
Post Office MIS Investment Rule
- এখানে বিনিয়োগ করতে পারেন যেকোনো ভারতীয়।
- বিনিয়োগ করার জন্য আপনার বয়স হতে হবে অন্ততপক্ষে ১৮ বছর।
- এই স্কিমটিতে সুদের হার দেওয়া হয় ৭.৪ শতাংশ।
- এখানে দুই ভাবেই অ্যাকাউন্ট খোলা যায়। সিঙ্গল ও জয়েন্ট।
- দেশের যে কোনো পোস্ট অফিস থেকেই এই অ্যাকাউন্ট খোলা যায়।
- একটি অ্যাকাউন্টে এখানে তিনজনের নাম রাখা যাবে।
- সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি টাকা রাখা শুরু করতে পারেন ১৫০০ টাকা থেকে।
- সর্বোচ্চ আপনি ৯ লাখ রাখতে পারেন।
- তবে যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তবে ১৫ লাখ টাকা রাখতে পারেন।
প্রতিমাসে ৯০০০ টাকা পাবেন কিভাবে?
আসুন একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক। আপনি যদি এখানে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে সেখান থেকে আপনি প্রতিমাসে ৩ হাজার ৮৩ টাকা করে পাবেন। আর যদি এখানে সাত লাখ টাকা মতো বিনিয়য়োগ করতে পারেন তাহলে আপনি মাসে ৪ হাজার ৩১৭ টাকা করে পাবেন। মনে করুন আপনি ৯ লাখ টাকা বিনিয়োগ করলেন সেক্ষেত্রে আপনি পাবেন মাসে ৫ হাজার ৫৫০ টাকা করে। আর যদি ১৫ লাখ টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে মাসে ৯ হাজার ৩২০ টাকা করে পাবেন।
উপসংহার: পোস্ট অফিসের এই বিশেষ স্কিমে বিনিয়োগ করার জন্য আপনাকে নিকটবর্তী পোস্ট অফিসের শাখায় ভিজিট করতে হবে। তারপর সেখানে গিয়ে যাবতীয় ডিটেলস দেখে আবেদন করুন। তবে অবশ্যই এই স্কিমে আবেদন জানানোর আগে প্রত্যেকটি ডিটেলস দেখে নেওয়া জরুরি। আর নিজ দায়িত্বে বিনিয়োগ করুন।