মাসে ৩০০০ টাকা ভাতা দেবে মোদী সরকার, অনলাইন আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab :  সাধারণ মানুষের মঙ্গলের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসেন। কখনো মেয়েদের জন্য, কখনো কৃষক ভাইদের জন্য, কখনো বৃদ্ধ মানুষদের জন্য নানান রকম সরকারি প্রকল্প নিয়ে আসা হয়। যাতে সাধারণ মানুষ উপকৃত হন, বর্তমানে তেমনি একটি স্কিম নিয়ে আলোচনা করতে চলেছি। সাধারণ মানুষের আর্থিক সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শ্রম যোগীমনধন যোজনা (Pm Shram Yogi Mandhan Yojana)।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

এই প্রকল্পটি আসলে কী?

এটি একটি পেনশন প্রকল্প যা কেন্দ্রীয় সরকার চালু করেন। এই প্রকল্পে অনেক কম খরচে পেনশন পাওয়ার সুবিধা আছে। মাত্র ৫৫ টাকা দিয়ে মাসে মাসে ৩০০০ টাকার পেনশন পাওয়া যেতে পারে।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

কীভাবে এই শ্রম যোজনা স্কিমে সুবিধা পাওয়া যায়?

দেশের মানুষদের জন্য এই প্রকল্প নিয়ে এসেছেন কেন্দ্র সরকার। এই প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য এই পেনশনের সুবিধা দেওয়া হয় (Best Indian Pension Scheme)।

দেশের বহু শ্রমিক দিন মজুরদের অবসরের সময় কোন‌ও আর্থিক সহায়তা থাকে না। তাদেরকে এই স্কিমে সুবিধা দেওয়া হয়।

২০১৯ সালে এই স্কিম চালু হয়েছিলো, এখানে মাসে মাসে ৫৫ টাকা দিয়ে ৬০ বছরের পর ৩ হাজার টাকা পেনশন পাওয়ার সুবিধা আছে।

এই স্কিমের অধীনে মেথর, ধোবা, রিক্সা চালক, ইটভাটার শ্রমিকের মত পেশার মানুষরা পেনশন পাবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন