Bangla News Dunia, Pallab : মেয়ের মৃত্যুর পর পেরিয়েছে ১৩ দিন। এখনও পুলিশের নাগালের বাইরে বহু অভিযুক্ত। সহযোগিতার হাত সেভাবে বাড়িয়ে দেয়নি পুলিশও। অগত্যা বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তামান্না খাতুনের (Tamanna Khatun) বাবা-মা। মেয়ের মৃত্যুর ন্যায়বিচার চাইতে বৃহস্পতিবার দুপুরে উচ্চ আদালতে মামলা দায়ের করলেন সদ্য ‘সন্তানহারা’ অসহায় বাবা-মা। তাঁদের হয়ে মামলা লড়বেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?
এদিন দুপুরে হাইকোর্টে মামলা দায়ের করেন তামান্নার বাবা-মা। মামলা দায়ের করার পর সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘আমদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। মেয়েকে হারিয়ে মনের অবস্থা ভীষণ খারাপ, অথচ আজও আমরা হুমকির শিকার। পুলিশকে সব জানিয়েছি। এবার আপনাদের বলছি। একটু মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) বলুন, জিজ্ঞেস করুন। আমরা কেন এতদূরে আসব? কেন ওনার উপর ভরসা না করে আমরা এতদূর এলাম, মমতা দি’কে প্রশ্ন করুন। আমি সাধারণ ঘরের একটি সাধারণ মেয়ে, এসব ঝামেলা আমাকে পোহাতে হচ্ছে।’
উল্লেখ্য, গত ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের (Kaliganj By Poll 2025) ফল ঘোষণার পর বিজয় মিছিল বের করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেই সময় বাড়িতে ভাত খাচ্ছিল বছর ন’য়ের তামান্না খাতুন। পাশে ছিল তার মা। বাড়ির সামনে মিছিল আসতেই তামান্নার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালিকার। এরপর শোকস্তব্ধ বাবা-মা মোট ২৪ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ। তবুও ঘটনার পর থেকে ক্রমাগত নাবালিকার বাবা-মাকে হুমকি দেওয়া হচ্ছে। এই সবকিছু উপেক্ষা করে মেয়ের মৃত্যুর ন্যায়বিচারের জন্য তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন দেখার কবে শুনানির জন্য সময় দেয় হাইকোর্ট।
আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।