Bangla News Dunia, Pallab : ভুয়ো ভোটার বা ভূতুড়ে ভোটার (Fake Voter) নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার তাঁর ওয়ার্ডেই মিলল ভুয়ো ভোটার! বৃহস্পতিবার সকালে এমন খবর সামনে আসতেই শুরু হল শোরগোল।
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
জানা গেছে, ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নেতৃত্বে একটি দল ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়েছিলেন ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে। সেই দলে ছিলেন কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। সবটা খতিয়ে দেখার পর কাজরী সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘আমাদের এখানে ১৫০-২০০ জনের মতো মানুষ আছেন, যারা এখানে থাকেন না। তাদের বাড়ি বিক্রি হয়ে গেছে। কিন্তু ভোটার তালিকায় নামও রয়েছে এবং তারা এসে ভোট দিয়ে যাচ্ছে। আমরা তো মনে করি বিজেপি বা অন্য কোনও বিরোধী দল, মূলত এদের ঢুকিয়ে রেখে দিয়েছে। যাতে তারা ভোটের দিন এসে ভোট দিয়ে পারে।’
আরও পড়ুন : এই আবহাওয়ায় কেন খাবেন ডাঁটা ? জানুন বিস্তারিত
গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে ভুয়ো ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) মাথায় রেখে ভুয়ো ভোটার খুঁজতে জেলায় জেলায় গড়ে দিয়েছিলেন ‘কোর কমিটি।’ সেই মতো কাজ শুরু করে তৃণমূল (TMC)। রাজ্যজুড়ে জেলায় জেলায় শুরু হয় ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ। তাতেই বিভিন্ন জায়গা থেকে সামনে বাসছে ভুয়ো ভোটারের নাম।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে গত রবিবার জাতীয় নির্বাচন কমিশন (ECI) জানিয়েছিল, একই এপিক নম্বর থাকা মানেই সেটি ভুয়ো ভোটার কার্ড নয়। যদিও কমিশনের এই যুক্তি মানতে নারাজ তৃণমূল।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা