Bangla News Dunia, Pallab : দয়া করে সাধারণ মুসলিম ও কাশ্মীরিদের ‘শত্রু’ বানাবেন না ’, পহেলগাঁওয়ে (Pahelgam) নৃশংস জঙ্গি হামলায় (Pahelgam Terror Attack) মৃত নৌসনা কমান্ডার বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী (Himangshi Narwal) বৃহস্পতিবার এই আর্জি জানালেন।
আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?
এদিন হরিয়ানার কার্ণালে বিনয় নরওয়ালের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক রক্তদান শিবিরে শ্রদ্ধা নিবেদনের সময় কান্নায় ভেঙে পড়েন হিমাংশী। সঙ্গে ছিলেন বিনয় নরওয়ালের মাও। বেঁচে থাকলে আজ ২৭ বছর বয়স হত বিনয়ের। হিমাংশী বলেন, ‘আমরা শান্তি এবং ন্যায়বিচার চাই। যারা তার সাথে অন্যায় করেছে তাদের শাস্তি হওয়া উচিত।
২২শে এপ্রিলের সন্ত্রাসী হামলার মাত্র এক সপ্তাহ আগে লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হিমাংশী। এই দম্পতি পাহেলগাঁওয়ে তাদের মধুচন্দ্রিমা পালন করছিলেন যখন সন্ত্রাসবাদীরা বিনয় নরওয়ালকে ধর্ম পরিচয় নিশ্চিত করার পর সামনে থেকে গুলি করে হত্যা করে।
এদিন চোখের জল মুছে হিমাংশী তার প্রয়াত স্বামীর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিনয়ের মাও ছেলের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ভেঙে পড়েন। বিনয় নরওয়ালের বোন, সৃষ্টি রক্তদান শিবিরে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়