Bangla News Dunia, বাপ্পাদিত্য:- খুব কাঁদত সদ্যোজাত দুই যমজ সন্তান ৷ ফলে রাতের পর রাত শান্তিতে ঘুম হত না মায়ের ৷ শেষ পর্যন্ত রাগে দুই সন্তানকে শ্বাসরোধ করে মেরে ফেলে ৷ রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে ৷
জানা গিয়েছে, যমজ সন্তানদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে মা ৷ কয়েকদিন পর তার বিরুদ্ধেই খুনের অভিযোগ আনা হয় ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করে নেয়, বাচ্চা দু’টির কান্নায় বিরক্ত হয়ে সে তাদের মেরে ফেলেছে ৷
খুনের ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহের শুরুতে ৷ প্রাথমিকভাবে 20 বছর বয়সি ওই মহিলা দাবি করে, সে দুধ কিনতে গিয়েছিল ৷ ফিরে এসে দেখে মেয়েরা অচেতন অবস্থায় পড়ে রয়েছে । যমজ সন্তানদের রানিপুরের একটি হাসপাতালে নিয়ে যায় সে, সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয় । তারপর সে তার স্বামী মহেশ সাকলানিকে ঘটনাটি জানায় ৷ মহেশ হরিদ্বারের সিআইডিসিউলের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ।
হরিদ্বারের এসএসপি প্রমোদ ডোবাল জানিয়েছেন, মহেশ সাকলানি 6 মার্চ জোয়ালাপুর থানায় অভিযোগ দায়ের করেন যে তাঁর মেয়েদের খুন করা হয়েছে । তারপরেই তদন্তে নামে পুলিশ ৷ এসএসপি ডোবাল জোয়ালাপুর সার্কেল অফিসারকে প্রতিটি দিক থেকে মামলাটি তদন্তের নির্দেশ দেন ।জোয়ালাপুর সিও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন । প্রতিবেশী, পরিচিত এবং আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করেন ৷ বাড়ির কাছের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হয় । তবে, সিসিটিভি ফুটেজে অপরিচিত কেউ ঘরে ঢুকছে বা বের হচ্ছে এমন কোনও ভিডিয়ো পাওয়া যায়নি ।
পুলিশকে মহেশ সাকলানি জানান, স্ত্রী তাঁকে জানিয়েছে যে মেয়েদের ঘুম পাড়িয়ে দেওয়ার পর সে সকালে দুধ আনতে বেরিয়েছিল ৷ কিছুক্ষণ পর যখন ফিরে এসে দেখে, দুই মেয়েই অজ্ঞান হয়ে পড়ে আছে । তারপর প্রতিবেশীদের সাহায্যে মেয়েদের হাসপাতালে নিয়ে যায় । পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত মেয়েদের মেরে ফেলার কথা স্বীকার করে নেয় সে ৷ পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে ।
জেরায় ওই মহিলা পুলিশকে জানিয়েছে, মেয়েরা দিনরাত কাঁদত ৷ যার কারণে সে বিশ্রাম নিতে পারত না । যেহেতু সে নিজেই যমজ মেয়ের যত্ন নেয়, ফলে কান্নায় কয়েক রাত ঘুম হয়নি ৷ প্রথমে সে সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয় ৷ তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে দেয় । পরদিন সকালে কেউ যাতে তাকে সন্দেহ না-করে, সেজন্য দুধ কেনার অজুহাতে কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে যায় এবং তারপর মেয়েদের অজ্ঞান হয়ে যাওয়ার গল্পটি তৈরি করে ।
আরও পড়ুন:- দোলপূর্ণিমা ঠিক কখন পড়ছে? জেনে নিন পুজোয় শুভ সময় ও তিথি
আরও পড়ুন:- ১২০টি দেশে ভিসা-হীন এন্ট্রি! কর দিতেও হবে না, কিভাবে মাস্টারস্ট্রোক দিলেন ললিত মোদী ? জেনে নিন