যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করার হুঁশিয়ারি দিল ABVP !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আগামিদিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করার হুঁশিয়ারি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ৷ মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠনের তরফে ৷ পাশাপাশি শীঘ্রই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিযান করা হবে বলেও তারা জানিয়েছে ৷

আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

উল্লেখ্য, গত শনিবার থেকেই উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ সোমবার ছাত্র ধর্মঘটের জেরে সেই উত্তাপের আঁচ আরও বৃদ্ধি পায় ৷ সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ৷ এবিভিপি নেতা-সমর্থকদের সঙ্গে বাম ছাত্রনেতা-সমর্থকদের বচসার ছবি সামনে আসে ৷ ওই ঘটনাকে ট্রেলার বলে উল্লেখ করা হয়েছে এবিভিপির তরফে ৷

আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?

সংগঠনের রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার জানান যে সোমবার যাদবপুরে ট্রেলার ছিল, প্রয়োজনে আগামিদিনে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করবে এবিভিপি । কিন্তু কীভাবে হবে সেই সার্জিক্যাল স্ট্রাইক, সেই নিয়ে বিস্তারিত কোনও উত্তর মেলেনি এই ছাত্র সংগঠনের তরফে ৷ তবে এবিভিপির কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী জানান, সার্জিক্যাল স্ট্রাইক তো এভাবে আগাম জানিয়ে করা হয় না ৷

আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন