‘যারা বলেছে আমি নিমকাঠ চুরি করেছি তাঁদের কানমোলা দেওয়া উচিত’, বিজেপিকে তোপ মমতার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- পুরীর জগন্নাথ ধামের নিমকাঠ চুরি করে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Mandir) বিগ্রহ তৈরি করা হয়েছে। বিগত বেশকিছু দিন ধরে এমনই অভিযোগ সামনে আসে। এই অভিযোগের বিরুদ্ধে ফের একবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুর্শিদাবাদের (Murshidabad) সুতিতে প্রশাসনিক সভা থেকে নিমকাঠ চুরির প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি বলছে আমি জগন্নাথ মন্দিরের জন্য কাঠ চুরি করেছি। এদের কানমোলা দেওয়া উচিত।’

আরও পড়ুন:- এবার ট্রেনে যে কোনও সমস্যার সমাধান মিলবে হোয়াটসঅ্যাপে, জানুন কবে থেকে মিলবে সুবিধা?

নিমকাঠ চুরির অপবাদ নিয়ে কার্যত ফুঁসে উঠেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তিনি বলেন, ‘বাংলায় কি নিমগাছ কম আছে? আমার বাড়িতেও চারটে নিমগাছ আছে। আর জগন্নাথ ধামেও ৫০০ গাছ পোঁতা হয়েছে। আরও ১০০ গাছ পোঁতা হবে। আমার কারোর দয়া চাই না। যারা বলেছিলেন চুরি করেছি তারাই বলছেন, না এখান থেকে নেয়নি!’

আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন

এরপরই মুখ্যমন্ত্রীর প্রশ্ন করেন, ‘আমরা বদনাম করলেন কেন? কত টাকা ফাইন হওয়া উচিত? এত ভালো করে মন্দির করলাম, তারপর বলছে চুরি করেছি! আগামীদিনে মানুষ কড়ায় গণ্ডায় এর হিসেব দেবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, ওডিশা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই  জানানো হয়েছে, পুরীর মন্দির থেকে নিমকাঠ চুরির অভিযোগ একেবারে ভিত্তিহীন। ভুবনেশ্বর থেকে নিয়ে যাওয়া নিমকাঠ দিয়ে দিঘার মূর্তি তৈরি হয়েছে। আর ওডিশা সরকারের তরফে এই বিবৃতি দেওয়ার পর নিজের বক্তব্যের ঝাঁজ যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:- যুদ্ধ কি বেঁধেই যাচ্ছে ? রাজ্যগুলোকে সিভিল ডিফেন্সের মহড়ার নির্দেশ কেন্দ্রের। বিস্তারিত জানুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন