‘যুদ্ধ লাগালে আমরাও তৈরি’, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি চিনের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই শুল্ক যুদ্ধের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সম্প্রতি চিনের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথাও জানিয়েছেন তিনি। এহেন পরিস্থিতিতে এবার আমেরিকাকে (US) কড়া হুঁশিয়ারি (Warning) দিল চিন (China)। এমনকি শুল্কযুদ্ধ হোক বা বাণিজ্যযুদ্ধ, যে কোনও যুদ্ধের জন্যই প্রস্তুত বলে বলে জানিয়েছে শি জিনপিংয়ের দেশ।

আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?

ডোনাল্ড ট্রাম্প এর আগে অভিযোগ করেছিলেন যে, চিন ফেন্টানাইল রপ্তানি কিছুতেই বন্ধ করছে না। এই রাসায়নিকটি ওষুধ তৈরির কাজে ছাড়াও মাদক হিসেবে ব্যবহার হয় আমেরিকায়। আর এটির ওভারডোজের ফলে আমেরিকায় বহু মানুষের মৃত্যু হয়। যদিও এই অভিযোগ মানতে নারাজ চিন। আর এবার আমেরিকায় চিনা দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা হয়েছে, ‘যদি আমেরিকা সত্যিই ফেন্টানাইল সমস্যার সমাধান করতে চায়, তাহলে সঠিক কাজ হল চিনের সঙ্গে পরামর্শ করা। আমেরিকা যদি যুদ্ধ চায়, তা শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য যেকোনও ধরণের যুদ্ধ হোক, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।’

আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন

চিনা মুখপাত্র এনিয়ে সাফ বলেছেন, ‘ফেন্টানাইল সমস্যার সমাধানে চিন আমেরিকাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে, আমেরিকা চিনের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। পাশাপাশি শুল্ক বৃদ্ধির মাধ্যমে চিনকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন