Bangla News Dunia, Pallab : আপনার যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ | বর্তমানে মার্চ মাস পড়ে গিয়েছে এই মার্চ মাস রেশন কার্ড উপভোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মার্চ মাসে এই বার রমজান মাস পালন করা হচ্ছে সেই কারণে খাদ্য দপ্তরের তরফ থেকে রমজান মাস উপলক্ষে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হবে |
কোন কার্ডে মার্চ মাসে কত কেজি চাল আটা গম ছোলা চিনি ময়দা পাবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !
মার্চ মাসের রেশনে সাধারণ বরাদ্দ:-
১) AAY রেশন কার্ড:-
আপনার যদি অন্তর্দয় অন্য যোজনা (AAY) রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি আপনার পরিবার পিছু চাল পাবেন ২১ কেজি সম্পূর্ণ বিনামূল্যে এবং হাটা পাবেন পরিবার কিছু ১৩ কেজি ৩০০ গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে এবং আপনার পরিবারের জন্য এক কেজি চিনি পাবেন এটি আপনাদেরকে সাড়ে ১৩ টাকা কেজি দরে কিনতে হবে
২) SPHH রেশন কার্ড:-
আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) হয়ে থাকে তাহলে আপনি চাল পাবেন প্রতি কার্ডের জন্য ৩ কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে এবং আটা পাবেন প্রতি কার্ডের জন্য ১ কেজি ৯০০ গ্রাম করে সম্পূর্ণ বিনামূল্যে
৩) PHH রেশন কার্ড:-
আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি অগ্রাধিকার প্রাপ্ত (PHH) হয়ে থাকে তাহলে আপনি চাল পাবেন প্রতি কার্ডের জন্য ৩ কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে এবং আটা পাবেন প্রতি কার্ডের জন্য ১ কেজি ৯০০ গ্রাম করে সম্পূর্ণ বিনামূল্যে
৪) RKSY-1:-
আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি RKSY-1 হয়ে থাকে তাহলে আপনি চাল পাবেন প্রতি কার্ডের জন্য ৫ কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে । আটা দেওয়া হবে না
৫) RKSY-2:-
আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি RKSY-2 হয়ে থাকে তাহলে আপনি চাল পাবেন প্রতিকার্ডের জন্য ২ কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে । কোনরকম আটা বা গম দেওয়া হবে না এই কার্ডে
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
রমজান মাস উপলক্ষে রেশনে স্পেশাল বরাদ্দ:-
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মত বর্তমান বছরেও পবিত্র রমজান উপলক্ষে খাদ্য ও সরবরাহ দপ্তর রেশনের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে ।
এই বিশেষ প্যাকেজের মাধ্যমে AAY এবং SPHH ক্যাটাগরির রেশন কার্ড উপভোক্তারা ২রা মার্চ থেকে ৩০ শে মার্চ পর্যন্ত অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন। কি কি পাবে নিম্নে আলোচনা করা হল-
১) চিনি দিবে ১ কেজি পরিবার পিছু এটি ৩২ টাকা কেজি দরে এটি কিনতে হবে
২) ছোলা দিবে ১ কেজি পরিবার পিছু এটি ৬২ টাকা কেজি দরে কিনতে হবে
৩) ময়দা দিবে ১ কেজি পরিবার পিছু এটি ৩২ টাকা কেজি দরে কিনতে হবে
আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,