রাজ্যের নতুন ওবিসি তালিকা ডাউনলোড করুন !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যজুড়ে থমকে থাকা বিভিন্ন চাকরির নিয়োগ থেকে স্কুল কলেজে ভর্তির প্রক্রিয়া সমস্ত কিছু আবারও চালু হতে চলেছে। দীর্ঘদিন ধরে ওবিসি মামলার জন্য এই সমস্ত প্রক্রিয়া থমকে ছিল । সুপ্রিম কোর্টের আদেশে বেঞ্চমার্ক সমীক্ষা চালিয়ে অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে ।

আরও পড়ুন : ট্রেনে তত্‍কাল টিকিট কাটার নিয়মে কিন্তু বদল ঘটেছে, কিভাবে টিকিট বুকিং করবেন ?

১১৩ টি বাতিল হওয়া অনগ্রসর শ্রেণীর মধ্যে ৭৬ টি কে তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে রাজ্যের ওবিসি তালিকায় থাকা মোট ১৪০ টি জনগোষ্ঠীর উপ শ্রেণীকরণের বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য সরকার।

গত ২রা জুন যার ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রীসভা এর ফলে কেটে গিয়েছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সমস্ত জটিলতা। এই বিষয়টি মঙ্গলবার বিধানসভায় পেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর থেকেই ধর্মের ভিত্তিতে এই অন্তর্ভুক্তিকরণ এবং উপশ্রেণীকরণের কাজ করা হয়েছে বলে মিথ্যাচার চলতে থাকে বিভিন্ন মহলে মহলে ।

এই পরিস্থিতিতে বিধানসভার এই কাজ সংক্রান্ত আদালতের অর্ডার, কমিশনের সুপারিশের কাগজ, রাজ্যের বিজ্ঞপ্তির কপি সহ সমস্ত নথি বিধানসভায় পেশ করে এই মিথ্যা রটনার বিরুদ্ধে গর্জে উঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন তিনি বলেন একেবারে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রচার চালিয়ে এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করে বেঞ্চমার্ক সমীক্ষা চালিয়েছে কমিশন। এই সমীক্ষার ভিত্তিতেই বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্তিকরণ এবং উপ শ্রেণিকরণ করা হয়েছে ধর্মের সঙ্গে এর কোন সম্পর্ক নেই।

দীর্ঘদিন ধরে ওবিসি জটিলতা কেটে যাওয়ার পর এবার সাধারণ মানুষ অনগ্রসর শ্রেণী শংসাপত্র বা ওবিসি সার্টিফিকেট পেতে শুরু করবেন ।

আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন