Bangla News Dunia, Pallab : রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার খাতে ডিজিটাল পরিষেবায় নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ । 2024 সালে দেশের অন্যান্য রাজ্যকে পিছনে ফেলে বাংলার ভূমি সংস্কার দফতরের ডিজিটাল লেনদেনের সংখ্যা 25 কোটি 27 লক্ষ ছাড়িয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বে প্রশাসনের একাধিক পরিষেবা অনলাইনে সরিয়ে আনা হয়েছে ৷ যার ফলে এই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে প্রশাসনের তরফে ।
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !
প্রশাসন সূত্রে দাবি, এখন রাজ্যের মানুষকে আর আগের মতো ভূমি সংস্কার দফতরের দ্বারে দ্বারে ঘুরতে হয় না । কারণ, অনলাইনে খাজনা জমা দেওয়া, জমির মিউটেশন, জমির চরিত্র বদলের আবেদন— সবই এখন বাড়ি বসেই করা সম্ভব । কেন্দ্রীয় ই-তাল (ইলেকট্রনিক ট্রানসাকশান অগ্গ্রেগেশন অ্যান্ড এনালাইসিস লেয়ার) পোর্টালের রিপোর্ট অনুযায়ী, 2024 সালে বাংলায় মোট 39 কোটি 32 লক্ষ অনলাইন লেনদেন হয়েছে ।
আরও পড়ুন : চালু হচ্ছে আধারের নতুন পোর্টাল, কী কী সুবিধা পাবে সাধারণ মানুষ ?
এর মধ্যে শুধুমাত্র ভূমি রাজস্ব ক্ষেত্রেই 25 কোটিরও বেশি লেনদেন হয়েছে, যা রাজ্যের অন্যান্য ডিজিটাল পরিষেবা যেমন অনলাইনে শংসাপত্র আবেদন, বাণিজ্যিক কর, স্বাস্থ্য পরিষেবা এবং সম্পত্তির রেজিস্ট্রেশনকেও ছাপিয়ে গিয়েছে । কেন্দ্রীয় রিপোর্ট অনুসারে, ভূমি ও ভূমি সংস্কার দফতরের ডিজিটাল লেনদেনে তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, অসম, ওড়িশার মতো রাজ্যকেও পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ ।
আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,