Bangla News Dunia, Pallab : গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে প্রবল গরম পড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত আকাশ ঝলসে উঠছে তাপপ্রবাহে। রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। শিশু ও বয়স্কদের মধ্যে বাড়ছে হিট স্ট্রোকের আশঙ্কা। ঠিক এই পরিস্থিতিতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে
আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার
সরকারি ও সরকার-সহায়িত স্কুলে ছুটি শুরু ৩০ এপ্রিল থেকে
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকার-সহায়িত স্কুলে গ্রীষ্মের ছুটি ৩০ এপ্রিল, ২০২৫ থেকে শুরু হয়েছে। সাধারণত এই ছুটি মে মাসের মাঝামাঝি থেকে শুরু হয়, কিন্তু এবছর অস্বাভাবিক গরমের কারণে তা অনেক আগেই ঘোষণা করা হয়েছে। শিক্ষা দপ্তরের তরফে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে বেসরকারি স্কুলেও ছুটি এগোল
শুধু সরকারি স্কুলেই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলিকেও আহ্বান জানান যাতে তারাও একই সিদ্ধান্ত নেয়। মুখ্যমন্ত্রীর আহ্বানে ইতিমধ্যেই সাড়া দিয়েছে একাধিক নামী বেসরকারি স্কুল।
ছুটি ঘোষণা করা বেসরকারি স্কুলের তালিকায় রয়েছেন:
- St. Xavier’s Institution, Sodepur
- Julien Day School
- Delhi Public School, Ruby Park
- Lakshmipat Singhania Academy
- South Point School (আংশিক ছুটি ঘোষণা)
এই স্কুলগুলোতে ছুটি শুরু হয়েছে ৯ মে, ২০২৫ থেকে। কিছু স্কুল ১৫ মে পর্যন্ত ক্লাস চালু রাখার পরিকল্পনা করলেও শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় তারাও আগেভাগে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।
ছুটি কতদিন চলবে?
সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি চলবে প্রায় ২ মাস ধরে, অর্থাৎ জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে ছুটির সময়সীমা কিছুটা আলাদা হতে পারে, তবে বেশিরভাগ প্রতিষ্ঠানই জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার