Bangla News, Pallab : দীর্ঘদিন অপেক্ষার পরে অবশেষে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য অপেক্ষার অবসান ঘটলো। অবশেষে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো, পশ্চিমবঙ্গ নবান্ন দপ্তর। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৬৬৫২টি পদ সহ অতিরিক্ত আরো ১০০০ পদ সবমিলিয়ে ৭৬৫২ টি পদ পূরণ করা হবে। চলতি মাসেই রাজ্যের বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটালেন রাজ্যের নবান্ন দপ্তর। রাজ্যের যে কোনো জেলা থেকে বেকার যুবক যুবতীরা, এক্ষেত্রে অংশগ্রহণ নিতে পারবেন। আসুন তাহলে আজকের রাজ্য সরকারের এই সুবিশাল নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা
গত কয়েকদিন আগে রাজ্যের নবান্ন দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যজুড়ে ৩ স্তরে প্রায় ৬৬৫২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এই সমস্ত কর্মীগুলি নিয়োগ দেওয়া হবে, রাজ্যের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দপ্তরের অধীনে। এক্ষেত্রে রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এই ৩ স্তরে কর্মীদের নিয়োগ দেওয়া হবে। অবশেষে চলতি মাসের শেষে বেকার যুবক যুবতীদের জন্য স্বস্তির খবর আসলো। West Bengal Govt Job
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু রাজ্যের গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদের কর্মী নিয়োগ করা হবে না এর পাশাপাশি কর্মী নিয়োগ করা হবে শিলিগুড়ি মহকুমা পরিষদেও। রাজ্য নবান্ন কর্তৃক আরও জানানো হয়, অতি শীঘ্রই রাজ্যের জেলায় জেলায় থেকে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হবে প্রায় ১ হাজার কর্মী। বিজ্ঞপ্তিও অতি শীঘ্রই প্রকাশ করতে চলেছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন এর তরফে ।
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
এদিকে সেখানেই নিয়োগ দিয়েই শুধু থেমে নেই রাজ্য সরকার, অন্যদিকে আরেকটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্য জুড়ে প্রায় ৩৭০০ শূন্য পদে মাধ্যমিক পাশে বেকার যুবক যুবতীদের কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি আর ১২ হাজার কনস্টেবল পদে নিয়োগ করা হবে।এদিকে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু হয়ে গেছে। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একের পর এক সুখবর শোনাচ্ছে রাজ্যের বিভিন্ন দপ্তর।
অন্যদিকে গত কিছিদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, রাজ্যজুড়ে প্রায় ৫ লক্ষ নতুন করে কর্মী নিয়োগ করা হবে।
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !