Bangla News Dunia, Pallab : বিদ্যুতের বিল দেখেই মাথায় হাত। যেখানে মাসে আগে দুই-তিন হাজার টাকা বিল আসতো, সেখানে এক লাফে ১২ হাজার টাকা বিল আসলো। হ্যাঁ, হুগলির ব্যান্ডেলের এক সাধারণ পরিবারের এখন দিশেহারা অবস্থা। বরং, এরকম প্রতারণা শিকার হয়েছে আরো বহু মানুষ। তবে অভিযোগ একটাই- স্মার্ট মিটার (Smart Meter)। আর এই ক্রমবর্ধমান অভিযোগের ভিত্তিতে নবান্ন বিরাট সিদ্ধান্ত নিল।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিক পাশ করার পর সেরা কিছু কোর্সের সন্ধান ! মিলবে লাখ লাখ টাকার চাকরি
স্মার্ট মিটার নিয়ে উত্তাল গোটা রাজ্য
জানিয়ে রাখি, গত কয়েক মাসে বিভিন্ন জেলায় বারবার স্মার্ট মিটার নিয়ে উঠে এসেছে অভিযোগ। কেউ কেউ বলছে, জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে। ফলে আগের থেকে অনেক বেশি পরিমাণে বিল আসছে। এমনকি নিয়মিত কারিগরি ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে। সবথেকে বড় প্রশ্ন উঠছিল সাধারণ মানুষের গোপনীয়তা এবং স্বচ্ছতা নিয়ে।
মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ
সূত্রের খবর, বারাসাতের চাপাডালি মোড়ের একটি ঘটনাকে কেন্দ্র করে স্মার্ট মিটার নিয়ে তীব্র বিতর্কের জন্ম নিয়েছে। হ্যাঁ, সেই অভিযোগ পৌঁছে যায় সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশের বিদ্যুৎ দপ্তরের তরফে নোটিশ জারি করা হয়। আর সেখানে জানানো হয়েছে, ডোমেস্টিক বা গৃহস্থালীর ক্ষেত্রে আর বাধ্যতামূলক স্মার্ট মিটার বসানো যাবে না।
আরও পড়ুন : ট্রেনে তত্কাল টিকিট কাটার নিয়মে কিন্তু বদল ঘটেছে, কিভাবে টিকিট বুকিং করবেন ?
আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !