Bangla News Dunia, Pallab : লন্ডন (London) সফরে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। বিদেশের মাটিতে তাঁকে ঘিরে উঠল ‘গো ব্যাক’ স্লোগান।
আরও পড়ুন : ট্রেনে তত্কাল টিকিট কাটার নিয়মে কিন্তু বদল ঘটেছে, কিভাবে টিকিট বুকিং করবেন ?
চারদিনের বিদেশ সফরে গিয়েছেন ইউনূস। এদিকে তাঁর সফরের প্রথমদিন অর্থাৎ মঙ্গলবার লন্ডনের মাটিতে পা রেখেই বিক্ষোভে ফেটে পড়েন লন্ডনে বসবাসকারী বাংলাদেশিরা। গতকাল ইউনূসের হোটেলের বাইরে আওয়ামি লিগের ব্যানারে বিক্ষোভ দেখানো হয়। ইউনূসকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার পাশাপাশি বাংলাদেশের (Bangladesh) মাটিতে চলতে থাকা নৃশংসতা নিয়েও আক্রমণ করা হয় তাঁকে।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশছাড়া করার পর থেকে গোটা বাংলাদেশে যে অরাজকতা, উগ্র মৌলবাদ ও হিংসার রাজত্ব চলছে তার জন্য দায়ী ইউনূসের প্রশাসন। ওপার বাংলায় শিকেয় উঠেছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা এসবকিছুকে প্রশ্রয় দিচ্ছেন ইউনূস। তাঁদের আরও অভিযোগ, আততায়ীদের হামলায় মৃত্যুভয়ে যেসব নেতারা বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন তাঁদের বেছে বেছে মামলা দেওয়া হচ্ছে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি নির্বাচনে আওয়ামি লিগকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ারও দাবি জানানো হয়।
এই সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে ছিল ইউনূসের। তবে সেই বৈঠক এখন হবে কি না, না শেষে বাতিল হবে সেটাই এখন প্রশ্ন।
আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !