Bangla News Dunia, দীনেশ : বাড়ির ছেলে বা মেয়েটি প্রবেশ করেছে পরীক্ষাকেন্দ্রে। বাইরে সন্তানের জন্য বসে রয়েছেন বাবা-মাও। উচ্চ মাধ্যমিক (H.S Exam 2025) পরীক্ষা বলে কথা। পরীক্ষার্থীদের যেমন টেনশন রয়েছে, তেমনি চিন্তিত অভিভাবকেরাও। তাঁদের সেই চিন্তা দূর করার দায়িত্ব কাঁধে তুলে নিল রাজ্যের শাসক দল। কীভাবে? এলাহি খাবারের আয়জন করে। সেই খাবারের তালিকায় রয়েছে, লুচি, বিরিয়ানি, চাউমিন সহ চা, কফি।
আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন
চুঁচুড়া সুকান্তনগর অনুকুল চন্দ্র হাইস্কুল। তখন সবে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছে পরীক্ষার্থীরা। বাইরে বসে রয়েছেন অভিভাবকেরা। সেই অপেক্ষারত বাবা-মায়েদের সামনে এগিয়ে দেওয়া হল চা-কফির কাপ। তাঁরা একটু অবাকই হলেন। কিন্তু তাঁদের আরও অবাক করে দেওয়া হল লুচি ঘুগনি! সঙ্গে জানিয়ে দেওয়া হল যতদিন উচ্চ মাধ্যমিক চলবে, প্রতিদিন বদলে যাবে খাবারের মেনু। কোনওদিন চাউমিন, তো কোনওদিন থাকবে চিকেন বিরিয়ানি (Chicken Biryani)। তবে প্রতিদিন খাবারের সঙ্গে থাকবে চা-কফি এবং জলের ব্যবস্থা। অভিভাবকেরা এমন কথা শুনে অবাক হলেও, মনে মনে যে বেজায় খুশি হয়েছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?
তবে এমন অভিনব ভাবনা মাথায় এসেছে কোদালিয়া অঞ্চল তৃণমূল (TMC) নেতৃত্বের। এ প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য, অপেক্ষমান অভিভাবকদের যাতে অসুবিধে না হয়, সেটা নিশ্চিত করতেই এই আয়োজন।
আরও পড়ুন:- এই ক্ষেত্রে দেশকে পিছনে ফেলে রেকর্ড আয়ের পথে বাংলা, জানতে বিস্তারিত পড়ুন