শুধু ২৫% নয়, সুদ সহ ১০০% ডিএ আদায় করব ! ভাস্কর ঘোষের ঘোষণায় শোরগোল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকার সংক্রান্ত বিষয়ে সম্প্রতি উল্লেখযোগ্য মন্তব্য করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এক সাক্ষাৎকারে তিনি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পরিস্থিতি এবং কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মঞ্চের অবস্থান স্পষ্ট করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, তিনি জোর দিয়ে বলেছেন যে বকেয়া ডিএ “১০০ শতাংশ সুদসহ আদায় হবে”। এই ঘোষণা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন : সিভিক ভলেন্টিয়ার চাকরি ২০২৫ – কীভাবে আবেদন করবেন ও শেষ তারিখ জানুন

সাক্ষাৎকারের মূল বিষয়বস্তু ও প্রধান দিকগুলি:

ভাস্কর ঘোষ তাঁর বক্তব্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন, যা সরকারি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

সকলের জন্য ডিএ-র অধিকার এবং সম্পূর্ণ আদায়ের অঙ্গীকার:

সুস্পষ্টভাবে তিনি জানিয়েছেন যে, শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরাই নন, বরং পৌরসভা, পঞ্চায়েত, সরকার পোষিত বিদ্যালয় এবং অন্যান্য সমস্ত সরকারি উদ্যোগের (আন্ডারটেকিং) কর্মীরাও আইনত মহার্ঘ ভাতার অধিকারী। মঞ্চের পক্ষ থেকে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, বকেয়া ডিএ-র প্রতিটি পয়সা, “১০০ শতাংশ সুদসহ আদায় করা হবে”। সংগ্রামী যৌথ মঞ্চ এই বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর যে, কোনও যোগ্য কর্মী যেন তাঁর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন।

অবসরপ্রাপ্তদের পাশে মঞ্চ:

ডিএ সংক্রান্ত সুবিধা থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের বঞ্চিত করার কোনও প্রকার চেষ্টা হলে, সংগ্রামী যৌথ মঞ্চ তাঁদের পাশে দাঁড়াবে এবং তাঁদের অধিকার সুরক্ষিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই ১০০% সুদসহ আদায়ের প্রতিশ্রুতি তাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন