শেষ সুযোগ ! উচ্চমাধ্যমিকের নতুন বিষয় যোগ করার সময়সীমা আবার বাড়ানো হলো

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

 পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিগুলির মাধ্যমে নতুন বিষয় অন্তর্ভুক্তির সময়সীমা বাড়ানো এবং একাদশ শ্রেণিতে পুনরায় পাঠরত পড়ুয়াদের জন্য বিষয় পছন্দের ক্ষেত্রে কিছু নতুন নিয়মাবলী জানানো হয়েছে।

আরও পড়ুন : ট্রেনে তত্‍কাল টিকিট কাটার নিয়মে কিন্তু বদল ঘটেছে, কিভাবে টিকিট বুকিং করবেন ?

নতুন বিষয় অন্তর্ভুক্তির সময়সীমা বৃদ্ধি

শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য একটি বড় খবর হলো, নতুন বিষয় অন্তর্ভুক্তির জন্য আবেদন করার শেষ তারিখ আবার বাড়ানো হয়েছে। একাধিক প্রতিষ্ঠানের অনুরোধের ভিত্তিতে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন বিষয় অন্তর্ভুক্ত করার আবেদনের সময়সীমা ১২ই জুন, ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সমস্ত আবেদন অনলাইন পোর্টালের মাধ্যমেই জমা দিতে হবে। নির্দিষ্ট তারিখের পর অনলাইন পোর্টালে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পূর্বে এই সময়সীমা ৮ই জুন, ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছিল, যা তারও আগে ২রা মে, ২০২৫ তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত ছিল। প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই এই নতুন তারিখের মধ্যে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

একাদশ শ্রেণির পুনরায় পাঠরত পড়ুয়াদের জন্য নতুন সুযোগ

যেসব পড়ুয়ারা নতুন সেমিস্টার সিস্টেমের অধীনে একাদশ শ্রেণিতে (সেমিস্টার I এবং সেমিস্টার II) পুনরায় ভর্তি হবে, তাদের জন্য একটি বিশেষ সুযোগের কথা ঘোষণা করা হয়েছে। এই পড়ুয়ারা সংসদের নিয়মাবলী অনুসারে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিষয়ের উপলব্ধতার ওপর ভিত্তি করে প্রথম সেমিস্টার থেকেই তিনটি সেটের (সেট I, সেট II এবং সেট III) যেকোনো একটি থেকে নতুন বিষয় সংমিশ্রণ বেছে নিতে পারবে।

আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন