Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সদ্য উদ্বোধন হওয়া দিঘার জগন্নাথ মন্দির ঘিরে হই হই রব বাংলা জুড়ে। তার মধ্যেই নজর কেড়েছে রাজ্য সরকারের তরফে দেওয়া এই মন্দিরের একটি বিজ্ঞাপন। ৩০ এপ্রিল বিজ্ঞাপনটি প্রথমসারির একাধিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। যেখানে এক জায়গায় মানচিত্রের মধ্যে উল্লেখ রয়েছে ‘ফিমেল ভাইব্রেটরস ইন দিঘা’। বিষয়টি নিয়ে BJP নেতা অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
দেশজুড়ে একাধিক দৈনিক সংবাদপত্রে প্রকাশিত পশ্চিমবঙ্গ সরকারের এই দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যা বেজায় অস্বস্তিতে ফেলেছে এই বিজ্ঞাপনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকেও।
বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষার একাধিক দৈনিকে প্রকাশিত পশ্চিমবঙ্গ সরকারের দু’পাতার বিজ্ঞাপনে ছিল দিঘার জগন্নাথধামের ছবি। জগন্নাথ মন্দিরের বিস্তারিত তথ্য। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বড় কাট আউট। জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব লাইভ দেখার জন্য একটি কিউ আর কোড এবং একটি নেভিগেশন ম্যাপ। খড়গপুর, হাওড়া স্টেশন, ধর্মতলা এবং দমদম বিমানবন্দর থেকে এই জগন্নাথ মন্দিরের দূরত্ব বোঝাতেই ম্যাপের ছবি প্রকাশ করা হয়। সেই ম্যাপের মধ্যেই একটি জায়গায় নীল রঙের শপিং ব্যাগের ছবি দিয়ে লেখা ছিল, ‘ফিমেল ভাইব্রেটরস ইন দিঘা’। অমরাবতী পার্ক এবং জগন্নাথ ঘাটের মধ্যবর্তী অংশে ম্যাপের মধ্যে উল্লেখ করা এই জায়গা নজরে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন:- মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? যদি টাকা না আসে, কী করবেন? জেনে নিন
ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান, অনলাইন ম্যাপ থেকেই নেভিগেশন ম্যাপের অংশটি বিজ্ঞাপনে প্রকাশ করা হয়েছিল তবে তা সঠিক ভাবে পর্যবেক্ষণ করা হয়নি। তবে তা নজর এড়ায়নি নেটিজেনদের। ইতিমধ্যেই বিজ্ঞাপনটি ভাইরাল হয়েছে নেটপাড়ায় এবং তা নিয়ে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। বেঙ্গালুরুর বাসিন্দা কার্তিক বিজ্ঞাপনটি পোস্ট করে লেখেন, ‘না ভোলার মতো একটি বিষয়। গুগল ম্যাপের স্ক্রিনশট নিয়ে মুদ্রণের আগে চোখ খুলে ভালো করে খুঁটিয়ে দেখা উচিত ছিল।’
BJP নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডলে ওই বিজ্ঞাপন পোস্ট করে লেখেন, ‘অত্যন্ত নিন্দনীয়। হিন্দু ভাবাবেগে ইচ্ছাকৃত আঘাত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জগন্নাথদেবের মন্দির উদ্বোধনের জনপ্রিয়তা আদায় করতে এই ধরনের বিষয় প্রচার করছে! এটি জগন্নাথদেবের অসম্মান। ভক্তির অভাব রয়েছে, এটাই তার প্রমাণ। এদের রাজনৈতিক উদ্দেশ্য পশ্চাদগামী এবং নিন্দনীয়।’
প্রসঙ্গত, কলকাতা থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই সৈকত শহর উইকএন্ড গেটঅ্যাওয়ে হিসেবে পর্যটকদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য। সম্প্রতি দিঘায় একাধিক মাসাজ পার্লার এবং স্পা গজিয়ে উঠেছে। তবে সেগুলির বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। কলেজ পড়ুয়া এবং নবীন প্রজন্মের পর্যটকদের কাছে দিঘার এই স্পা-রিসর্টগুলি ওয়ান স্টপ ডেস্টিনেশন হয়ে উঠেছে। নেভিগেশন ম্যাপে উল্লিখিত ‘বিতর্কিত’ ডেস্টিনেশনটিও তেমন কোনও এলাকা কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন:- বিজ্ঞানের নয়া আবিষ্কার, ক্রিম লাগালেই গায়েব হবে ভুঁড়ি! কীভাবে কাজ করে? জানুন
আরও পড়ুন:- ৬ মিনিট বাথরুম ব্যবহারের জন্য ৮০০ টাকা! দিনেদুপুরে ‘ডাকাতি’