“সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়, আপসহীন অবস্থান’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই কড়া বার্তা বিদেশমন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

S-JAISANKAR

Bangla News Dunia, Pallab : অবশেষে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে (India-Pak Ceasefire)। শনিবার প্রথমে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। এর কিছুক্ষণের মধ্যেই ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রিও সাংবাদিক বৈঠকে জানান, শনিবার বিকেল ৫টা থেকে আকাশ, জল এবং স্থলপথে যুদ্ধবিরতি শুরু হয়েছে। আর এরপরই সন্ত্রাসবাদের মদতদাতাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)।

আরও পড়ুন : ভারত ও পাকিস্তানের পরমাণু নীতি কী ? পরমাণু হামলা কখন করা যায়? ? জানা জরুরি

যুদ্ধবিরতি ঘোষণার পরই জয়শংকর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারত ও পাকিস্তান আজ গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ায় এসেছে।’ এরপরই তিনি লেখেন, ‘ভারত সর্বদা সবধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থান বজায় রেখেছে। এটি অব্যাহত থাকবে।’

এদিন সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি বলেন, ‘আজ বিকেল ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি জানান, এদিন বিকেল ৩টে ৩৫ মিনিট নাগাদ পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (DGMO) ভারতের ডিজিএমও-কে ফোন করেন। সেই ফোনালাপে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। আগামী ১২ মে ফের দুই দেশের ডিজিএমও-র মধ্যে আলোচনা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন : গরমে স্বস্তির নিঃশ্বাস ‘মিস্ট গার্ডেন’, শহরে কোথায় রয়েছে এই বাগান? জেনে নিন

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ, পালটা পাকিস্তানের চারটি এয়ারবেস ধ্বংস করল ভারত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন