Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জঙ্গি হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়া হোক। কূটনৈতিক পর্যায়ে পাকিস্তানকে এবার এমন বার্তাই দিল নয়া দিল্লি। ২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউর হুসেন রানাকে আমেরিকা যেভাবে ভারতে প্রত্যর্পণ করেছে, ঠিক তেমনই হাফিজ সইদ, সাজিদ মীর ও জাকিউর রহমানকে ভারতের হাতে তুলে দেওয়া হোক। তা হলে সব মিটমাট হয়ে যাবে। ইজরায়েলে ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং এমন বার্তাই দিয়েছেন।
সোমবার ইজরায়েলি টিভি চ্যানেল i24-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেপি সিং বলেছেন, ‘ধর্মের ভিত্তিতে মানুষ খুন করেছে জঙ্গিরা। মারার আগে ধর্মীয় পরিচয় জানতে চেয়েছিল। ২৬টা নিরীহ প্রাণ চলে গিয়েছে।’ তাঁর সংযোজন, ‘জঙ্গি দলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভারত। জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চলবে…অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। স্থগিত রয়েছে শুধু।’ তিনি আরও বলেছেন যে, সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুতে ফুঁসে ওঠে গোটা দেশ। তার পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে গোটা দেশে। গত ৭ মে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ভারতের এই অভিযানে পর্যদুস্ত হয় পাকিস্তান। জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন, পাকিস্তানের কার্যকলাপের উপর সর্বদা নজর রাখা হবে। নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। পাশাপাশি, মোদী এ-ও জানিয়েছেন, পাকিস্তান আলোচনার টেবিলে এলে পাক অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়েই কথা বলতে হবে।
আরও পড়ুন:- মারণ ক্যান্সারের ঝুঁকি কমাতে কোন কোন খাবার খাবেন ? দেখে নিন তালিকা