সরকারি কর্মীদের জন্য বিরাট সুসংবাদ , জেনে নিন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যের সরকারি কর্মীদের জন্য নবান্নের তরফে এল বড় খবর। মে মাসের তীব্র গরমে রাজ্যজুড়ে যখন মানুষ হাঁসফাঁস করছেন, তখন নবান্ন সিদ্ধান্ত নিল কয়েক হাজার সরকারি কর্মীর কাজের সময় কমানোর।এবার তাদের জন্য এমন এক সিদ্ধান্ত নিলের যার ফলে সরকারি মহলে রাজ্য সরকারের জন্য এমন ঘোষণাকে সাধুবাদ জানিয়ে। আসুন এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : ৫০% DA এখনই ? সুপ্রিম পর্যবেক্ষণে ভীষণ উচ্ছসিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা

অসহ্য গরমে জ্বলছে রাজ্য

আমরা দেখছি যে মে মাস পড়তেই রাজ্যের তাপমাত্রা একাধিক জেলায় ৪০ ডিগ্রির ওপরে পৌঁছে গেছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় রোদের প্রখরতা এতটাই বেড়েছে যে দুপুরে রাস্তায় বের হওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে রাজ্যের নবান্নের এই সিদ্ধান্ত অনেক সরকারি কর্মীর কাছে নিঃসন্দেহে স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে।

ডিউটির সময় কমিয়ে ৬ ঘণ্টা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবার থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে সরকারি কর্মীদের একাংশ। এই সুবিধা তারাই পাবেন যেসব সরকারি কর্মীরা ফিল্ড ওয়ার্ক করেন, অর্থাৎ যাঁদের কাজ অফিসের বাইরে — তাঁদের জন্যই মূলত এই সিদ্ধান্ত। সকাল থেকে বিকেল পর্যন্ত রাস্তায় যাঁদের ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাঁদের শরীরের উপর প্রচণ্ড গরমের চাপ পড়ছে।

এই কারণেই প্রতিদিন ২ ঘণ্টা করে ডিউটি কমানো হয়েছে। ফলে তাঁরা এখন থেকে দিনে ৬ ঘণ্টা করে কাজ করবেন।

আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন